কলকাতা, 22 জুলাই: তৃণমূলের শহিদ দিবসের সমাবেশ শেষে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতেই বসেছিল তৃণমূলের সংসদীয় দলের বৈঠক । তারপর সাংবাদিক বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায় । তাঁরা জানান, এনডিএ উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনকড় রাজ্যপাল থাকাকালীন একটি রাজনৈতিক দলের হয়ে প্রতিনিধিত্ব করে গিয়েছেন ৷ তাই তাঁকে সমর্থন করবে না তৃণমূল । পাশাপাশি তাঁরা স্পষ্ট করে দেন বিরোধী জোটের প্রার্থী মার্গারেট আলভাকেও ভোট দেবে না ঘাসফুল । সবমিলিয়ে উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোটাভুটি থেকে দূরে রইল তৃণমূল কংগ্রেস ৷
এর কারণ বিরোধী জোট প্রার্থী বাছাইয়ের সময় তৃণমূল নেত্রীকে সেই ভাবে গুরুত্ব দেয়নি । তাই উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভোট দেওয়া থেকে বিরত থাকবেন । আর ঘাসফুল শিবিরের এই সিদ্ধান্ত আদপে বিজেপির পক্ষে বলেই অভিমত সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের (Md. Salim indicates hidden link between TMC and BJP over TMC Vice Presidential Election Decision) ।