কলকাতা, 15 সেপ্টেম্বর:স্পেন এখন অর্থনৈতিক সঙ্কটে ভুগছে । বিশ্বের কোনও জায়গা থেকে সেখানে বিনিয়োগ হলে তারা খুশি হবে । এরাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে লগ্নি আনতে যাননি, বিভিন্ন জায়গায় যে টাকা পাচার হয়েছে সেই টাকা রাখার ডেস্টিনেশন খুঁজতে গিয়েছেন ৷ ধর্মতলায় সিপিএম-এর ছাত্র-যুব সংগঠনের সমাবেশের মঞ্চ শুক্রবার এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফর নিয়ে তীব্র আক্রমণ করলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ।
সিপিএমের ছাত্র যুব সংগঠন এসএফআই, ডিওয়াইএফআই-র ডাকে এদিন 'দাবি দিবস' উপলক্ষে ধর্মতলায় সমাবেশ হয় । পুলিশি অনুমতি না থাকলেও এদিন নির্ধারিত স্থানেও সভা হয়, তবে বাধা দেয়নি পুলিশ৷ বরং ধর্মতলার মুখেই সমাবেশের মঞ্চে ও স্থল করতে জায়গা করে দিয়েছে । এদিন এই সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন ৷ 12 দিনের বিদেশ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । স্পেন ও দুবাইয়ে তাঁর এই সফরকে ইতিমধ্যেই কটাক্ষ করতে শুরু করেছে বিরোধীরা ৷ বর্তমানে স্পেনে রয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর লক্ষ্য সেখান থেকে রাজ্যে শিল্প আনা, ফুটবলের উন্নতি ও সংস্কৃতির আদান প্রদান ।