কলকাতা, 22 অগস্ট: লিপস অ্যান্ড বাউন্ডসে ইডি তল্লাশি এবং আজ মমতার বক্তব্যের সমালোচনায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে স্মরণ করলেন মহম্মদ সেলিম ৷ তাঁর কটাক্ষ, যখনই এই মাসি, পিসি বা ভাইপো আর ভাগ্নেরা অপরাধ করে, তাঁদের কে সঙ্গে সঙ্গে ধরতে হয় ৷ নাহলে তাঁরা কান কাটে ৷ এখন পিসির কান কাটছে ৷ লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার বিভিন্ন অফিসে প্রায় 18 ঘণ্টার তল্লাশি প্রসঙ্গে এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেন মুখ্যমন্ত্রী ৷ প্রশ্ন তোলেন, ‘‘আমাদের কোনও ইজ্জত নেই ৷ ওদের হাতে ক্ষমতা আছে বলে যেখানে সেখানে ঢুকে যাচ্ছে ৷ ওরাই যে সব কিছু রেখে দিয়ে অভিযোগ করছে না, তার কোন প্রমাণ আছে ?’’
আর এই প্রসঙ্গেই মমতাকে বিঁধতে বিদ্যাসাগরের প্রসঙ্গ টানেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ তিনি বলেন, ‘‘বিদ্যাসাগর অনেক আগে একটা গল্প বলে গিয়েছিলেন ৷ "যখনই এই মাসি, পিসি বা ভাইপো আর ভাগ্নেরা অপরাধ করে, তাঁদের কে সঙ্গে সঙ্গে ধরতে হয় ৷ নাহলে তাঁরা কান কাটে ৷ আর এখন পিসির কান কাটছে ৷’’ সেলিমের প্রশ্ন, যখন লিপস অন্ড বাউন্ড তৈরি হয়েছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ছিলেন ? পার্থ চট্টোপাধ্যায় যখন টাকা সরাচ্ছিলেন, তখন তিনি কোথায় ছিলেন ?