কলকাতা, 26 জানুয়ারি:রাজ্যপালের হাতে খড়ি নিয়ে ফের একবার কটাক্ষের সুর শোনা গেল সিপিএম নেতা মহম্মদ সেলিমের গলায় (Md Salim on Governor Hate Khori) ৷ বৃহস্পতিবার এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "যা হচ্ছে, সেটা আড়ম্বর ছাড়া আর কিছুই নয় ৷" তাঁর মতে, বর্তমান সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সকলেই লোক দেখানো আড়ম্বর করছেন !
উল্লেখ্য, বুধবার থেকে শুরু হয়ে গিয়েছে সরস্বতীপুজো (Saraswati Puja 2023) ৷ পুজো দেওয়ার সময়সীমা ছিল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৷ বাঙালি রীতি অনুসারে, সরস্বতীপুজোতেই হাতে খড়ি হয় কচিকাঁচাদের ৷ হাতে খড়ির পর আনুষ্ঠানিকভাবে শুরু হয় পড়াশোনা, অক্ষরজ্ঞানের পালা ৷ বাংলার বর্তমান রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কর্মজীবন শুরু হয়েছিল শহর কলকাতায় ৷ কিন্তু, তিনি বাংলা ভাষা জানেন না ৷ আর এখন সেই তিনিই এই রাজ্যের সাংবিধানিক প্রধান ৷ তাই রাজ্যপালের ইচ্ছা, তিনি বাংলা শিখবেন ৷ সেই পাঠ শুরু করার আগে রাজ্যপালের হাতে খড়ি হবে বলে স্থির করা হয় ৷ এখনও পর্যন্ত যা খবর, সেই অনুসারে, বৃহস্পতিবার বিকেল 5টায় রাজভবনে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই রীতি পালন করা হবে ৷
আরও পড়ুন:রাজ্যপালের হাতে খড়ি নিয়ে মতভেদ বিজেপিতে, গেরুয়া শিবিরকে কটাক্ষ তৃণমূলের