কলকাতা, 11 জুলাই: পঞ্চায়েত নির্বাচনে সবুজ আবির উড়লেও বেশ কয়েকটি জায়গায় ভালো ফল করেছে বিরোধীরাও ৷ তার মধ্যে অবশ্যই উত্থান হয়েছে সিপিএমের ৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে উড়েছে লাল আবির ৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে ভোটদাতাদের অভিনন্দন জানালেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। নতুন উদ্যমে ফের মাঠে নেমে লড়াইয়ে বার্তা দিলেন কর্মীদের।
মহম্মদ সেলিম বলেন, "মানুষ সোচ্চার হয়েছে, মাফিয়ারাজ আর চলবে না। ওই ফলাফল মানুষ ছুড়ে ফেলে দেবে। মানুষের মতকে তুমি জোর করে বদলালে তা আর মেনে নেবে না। আগামিকাল থেকেই তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে মাঠে নেমে মানুষকে সঙ্গে নিয়ে লড়াই চালাতে হবে।" এদিন তিনি কমিশনের এবং তৃণমূলের ভূমিকা নিয়েও ব্যাপকভাবে সোচ্চার হন ।
তিনি অভিযোগ করে বলেন, "হারার প্রবণতা বুঝেই তৃণমূল গণ্ডগোলের পথে হেঁটেছে ৷ তৃণমূল জানত, ভোট হলে হারবে ৷ তাই গোটাটাই প্রহসনে পরিণত করেছে। মানুষ এতটাই ক্ষিপ্ত যে এতকিছুর পরেও রাস্তায় নেমেছেন। ভোট দিয়েছেন তৃণমূলের বিরুদ্ধে। সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধে নেমেছেন বাংলার মায়েরা। এসপি, ডিএম সব ক্যামাক স্ট্রিটের নির্দেশে চলছে।"
নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন, "এখনও পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের ফল গণনা বাকি আছে ৷ মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়ছে। যে সমস্ত জায়গায় সিপিএম বা বিরোধীরা জিতেছেন, সেখানে তাদের জোর করে হারিয়ে অন্য কাউকে সার্টিফিকেট দেওয়া মানে মানুষের রায়কে অসম্মান জানানো। গণতন্ত্রের কন্ঠরোধ করা।" রাজ্যপালের ভূমিকা নিয়েও কটাক্ষ করেছেন সেলিম। প্রশ্ন তোলেন, "রাজ্যপালের দিল্লি যাত্রা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে পঞ্চায়েত নিয়ে গোপন কথা বললেও প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে দেখা করার কী ছিল? রাজ্যের মানুষ তো মিলিটারি শাসনের দাবি করেননি। আসলে তৃণমূল আর বিজেপি চায়, হয় নাগপুর নয় সাউথ ব্লক, নয়তো নবান্ন থেকে রাজ্য চালাতে।"
আরও পড়ুন:বিধানসভায় মমতাকে লিড দেওয়া কেন্দামারি পঞ্চায়েতে হার তৃণমূলের
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট পর্ব ঘিরেই বিরামহীন সন্ত্রাস, পুলিশ প্রশাসনের থেকে নির্বাচন কমিশনের নেতিবাচক ভূমিকায় কার্যত প্রহসনের ভোট হয়েছে বলেই দাবি করছে সমস্ত বিরোধী রাজনৈতিক দল। ফলাফলের দিনেও নানাভাবে হামলা থেকে শুরু করে সন্ত্রাস অব্যাহত। আর এত কিছুর মধ্যেও ফলাফলে অল্প হলেও ফের রাজ্যে বামেদের প্রতি মানুষের আস্থার ইঙ্গিত মিলেছে। আর তাতে খানিক হলেও সন্তুষ্ট আলিমুদ্দিন স্ট্রিট। কমরেড মুজফফর আহমেদ ভবন। ফলাফলের মাঝেই এদিন যতটুকু প্রকাশ পেয়েছে তাতেই ভোটারদের অভিনন্দন জানিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহঃ সেলিম।