পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

MD Salim on TMC: 'চোরেদের সভার জন্য বাম মিছিলের রুট বদল', তৃণমূলকে কটাক্ষ সেলিমের - তৃণমূলকে আক্রমণ মহম্মদ সেলিমের

বুধবার শহিদ মিনারে তৃণমূলের ছাত্র-যুব সবাবেশকে কটাক্ষ করলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (MD Salim) ৷

Etv Bharat
মহম্মদ সেলিম

By

Published : Mar 28, 2023, 10:34 PM IST

মহম্মদ সেলিমের বক্তব্য

কলকাতা, 28 মার্চ: বুধবার ধর্মতলার শহিদ মিনার ময়দানে তৃণমূলের ছাত্র-যুব সংগঠনের সভা রয়েছে ৷ এই সমাবেশে বক্তব্য রাখার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ মঙ্গলবারই শর্ত সাপেক্ষে এই সভার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ তৃণমূলের এই সভাকে তীব্র কটাক্ষ করেছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (MD Salim criticises TMC) ৷

মঙ্গলবার সেলিম অভিযোগ করেন, বুধবার বামফ্রন্টের ঘোষিত মিছিলের রুট বদলের জন্য তৃণমূল কংগ্রেসই দায়ী । শাসকদলকে কটাক্ষ করে এদিন সেলিম বলেন, "ওটা চোর-জোচ্চোর, তোলাবাজদের সভা । যারা কলেজে ভর্তির জন্য 30-35 হাজার টাকা তোলে। শিক্ষা ব্যবস্থাকে জলাঞ্জলি দেয় তাদের সভা ।"

দলের ছাত্র সংগঠন এসএফআই-এর সঙ্গে তুলনা টেনে সেলিম এদিন আরও বলেন, "ওটা কি এসএফআই এর সমাবেশ যে ছাত্র, কলেজ পড়ুয়ারা জমায়েত করবে? এর আগে অগস্ট মাসে সভা করেছিল । তখন কারা এসেছিল? যারা কলেজ বিশ্ববিদ্যালয় ভর্তির সময় টাকা তোলে তারাই এসেছিল । এখন তো আবার কলেজ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়ায় উঠে গিয়েছে ।"

কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে সিপিএম রাজ্য সম্পাদক এদিন জানান, এই সমাবেশের জন্যই আবার বামফ্রন্টের মিছিলে অনুমতি দেওয়া হয়নি ৷ শহিদ মিনারে ডিএ-এর দাবিতে অবস্থান আন্দোলন করছেন সরকারি কর্মীরা ৷ তাহলে কেন সেখানে তৃণমূলের সভায় পুলিশ অনুমতি দিল, সেই প্রশ্ন তুলেছেন সেলিম ৷

আরও পড়ুন: শহিদ মিনারে অভিষেকের সভায় শর্তসাপেক্ষে অনুমতি হাইকোর্টের

অন্যদিকে, তাদের কর্মসূচি বদলের বিষয়ে বামফ্রন্ট সভাপতি বিমান বসু জানিয়েছেন, রাজ্যবাসীর স্বার্থে আঘাত করে কেন্দ্রীয় সরকার যেভাবে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজের প্রকল্পে বরাদ্দ বন্ধ করেছে এবং তৃণমূল সরকার যেভাবে সর্বাত্মক দুর্নীতি চালাচ্ছে তার বিরুদ্ধে বামফ্রন্ট মঙ্গলবার থেকে তিনদিনের কর্মসূচীতে নামছে । 28, 29 ও 30 মার্চ রাজ্যব্যপী প্রচার কর্মসূচী চলবে । 29 মার্চ বুধবার কলকাতায় কেন্দ্রীয়ভাবে মিছিল করা হবে। মৌলালির রামলীলা ময়দান থেকে দুপুর 3টেয় মিছিল শুরু হবে, আচার্য জগদীশচন্দ্র বসু রোড ধরে মিছিল এগিয়ে পার্কস্ট্রিট ধরে পার্ক সার্কাসে লেডি ব্র্যাবোর্ন কলেজের সামনে গিয়ে শেষ হবে এবং সেখানে সভা হবে (left front rally in Kolkata) ।

ABOUT THE AUTHOR

...view details