পশ্চিমবঙ্গ

west bengal

ক্যাব বুক করে নারী সুরক্ষার আশ্বাস দেবাশিস কুমারের

By

Published : Dec 11, 2019, 3:35 AM IST

Updated : Dec 11, 2019, 5:31 AM IST

নারী সুরক্ষা নিয়ে চিন্তিত রাজ্য সরকার । আজ তাই একটি ক্যাব বুক করে শহরের রাস্তায় ঘুরলেন দেবাশিস কুমার । নারী সুরক্ষা নিয়ে কথা বললেন মহিলাদের সঙ্গে ।

deba
deba

কলকাতা, ১১ ডিসেম্বর : দেশে একের পর এক ধর্ষণ ও খুনের মতো হিংসাত্মক ঘটনা সামনে আসার পর কলকাতার নিরাপত্তা নিয়ে চিন্তিত রাজ্য সরকার । নারী সুরক্ষা নিশ্চিত করতে রাস্তায় নামলেন তৃণমূল নেতা তথা মেয়র পারিষদ দেবাশিস কুমার । ক্যাব বুক করে শহরের রাস্তায় নারী সুরক্ষার আশ্বাস দিলেন তিনি ।

শহরে নারী সুরক্ষার জন্য এটি রাজ্য সরকারের তরফে একটি নতুন উদ্যোগ । আতঙ্কহীন হয়ে চলতে পারবেন মহিলারা । এই আশ্বাস দিতে চায় রাজ্য । তাই গতকাল প্রত্যেকের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করলেন দেবাশিস কুমার।

দেখুন ভিডিয়ো

ক্যাব বুক করে দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্ক থেকে রাসবিহারী হয়ে ভবানীপুরেও‌ নারী সচেতনতা নিয়ে প্রচার চালান তিনি । পথচলতি মহিলাদের সঙ্গে নারী সুরক্ষা-ব্যবস্থা নিয়ে বিভিন্ন কথাবার্তা বলেন। তাঁদের সাহস দেন। বিপদ থেকে সহজে সমাধান পাওয়ার উপায় নিয়ে আলোচনা করেন ৷ শহরের মেয়র পারিষদকে সচেতনতার প্রচারে পেয়ে খুশি শহরের মহিলারাও ।

Last Updated : Dec 11, 2019, 5:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details