কলকাতা, 15 সেপ্টেম্বর:আবোল তাবোল, ঠাকুমার ঝুলি বাড়িতে পড়ে থেকে নষ্ট হচ্ছে ? দিয়ে যান কলকাতা পৌরনিগমের মডেল স্কুলে । আপনার দান করা বইয়ে কলকাতায় পৌর প্রাথমিক স্কুলগুলিতে তৈরি করা হবে শিশুদের গ্রন্থাগার । তাই শিশু সাহিত্য থেকে ছবি ও ছড়ার পুরনো ব্যবহৃত বই চেয়ে নাগরিক দরবারে আবেদন করলেন মেয়র ফিরহাদ হাকিম । গ্রন্থাগারের জন্য প্রথম বই দান করলেন স্বয়ং মহানাগরিক ৷
পৌরনিগমের শিক্ষা বিভাগের এই পরিকল্পনার নাম দেওয়া হয়েছে চিলড্রেন বুক ডোনেশন ড্রাইভ । আবেদন জানিয়ে সমাজ মাধ্যমে বিভিন্ন পোস্টার ছাড়া হচ্ছে । তাতে বলা হয়েছে, পৌর প্রাথমিক স্কুলগুলির গ্রন্থাগার করতে শিশু সাহিত্য, ছবির বই, ছড়ার বই, গল্পের বই, সচিত্র বর্ণমালার বই থাকলে দান করার কথা । দেওয়া আছে একটি স্ক্যান কোড । সেটা স্ক্যান করলেই স্কুলগুলির তালিকা বেরিয়ে আসবে । আপনার কাছের স্কুলে গিয়ে জমা দিতে পারেন সেই সব বই । আর আপনার দেওয়া বই পড়ে আনন্দের স্বাদ পাবে প্রান্তিক ঘর থেকে আসা নতুন প্রজন্মের শিশুরা ।