পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফিরহাদের সই নকল করে চাকরির প্রতারণা ! গ্রেফতার ভারতীয় জাদুঘরের কর্মী - চাকরি দেওয়ার নামে প্রতারণা

Job Fraud in Kolkata: কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সই জাল করে তিন লক্ষ টাকার বিনিময়ে আলিপুর জেল মিউজিয়ামে চাকরির নামে প্রতারণা ৷ লালবাজারের হাতে গ্রেফতার ভারতীয় জাদুঘরের চতুর্থ শ্রেণির কর্মী ।

Mayor Firhad Hakim signature forged
ফিরহাদের সই নকল করে চাকরির প্রতারণা

By ETV Bharat Bangla Team

Published : Dec 2, 2023, 11:36 AM IST

Updated : Dec 2, 2023, 12:39 PM IST

কলকাতা, 2 ডিসেম্বর:কলকাতা পৌরনিগমের মেয়র তথা পৌর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের সই নকল করে আলিপুর জেল মিউজিয়ামে চাকরি দেওয়ার নামে প্রতারণা । কলকাতা পুলিশের হাতে গ্রেফতার ভারতীয় জাদুঘরের কর্মী প্রভাকর নায়েক ৷ তিন লক্ষ টাকার বিনিময়ে ওই ব্যক্তি চাকরির প্রতিশ্রুতি দেন বলে অভিযোগ ৷ তাঁকে আজ আলিপুর পুলিশ কোর্টে তোলা হবে ৷

জানা গিয়েছে, অভিযুক্ত প্রভাকর নায়েক ভারতীয় জাদুঘরের চতুর্থ শ্রেণির কর্মী । অভিযোগকারীর বয়ান অনুযায়ী, সম্প্রতি প্রভাকরের সঙ্গে তাঁর আলাপ হয় । অভিযোগকারী একটি কাজ খুঁজছিলেন এবং সেই কথা প্রভাকরকে তিনি জানান ৷ এই কথা শোনার পরে প্রভাকর ওই ব্যক্তিকে জানান যে আলিপুর জেল মিউজিয়ামে কাজের জন্য পদ খালি রয়েছে । প্রভাকর এও দাবি করেন, যেহেতু তিনি ভারতীয় জাদুঘরের চতুর্থ শ্রেণির কর্মী ফলে তাঁর সেখানেও প্রভাব আছে । যার জেরে তিনি বলে দিলে ওই ব্যক্তির চাকরি হয়ে যাবে । কিন্তু তার জন্য অভিযোগকারীকে দিতে হবে তিন লক্ষ নগদ টাকা ।

পুলিশ সূত্রে খবর, প্রভাকর চাকরির নিয়োগপত্র-সহ ফিরহাদ হাকিমের সই করা কাগজপত্র অভিযোগকারীর হাতে তুলে দেন ৷ এরপর ওই ব্যক্তি মনের খুশিতে আলিপুর জেল মিউজিয়ামে কাজে যোগদান করতে যান ৷ তবে সেখানে গিয়েই তাঁর ভ্রম সংশোধন হয় । তিনি বুঝতে পারেন প্রতারকের খপ্পরে পড়েছেন । তারপরই আলিপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি ৷

পুলিশ তদন্ত করে জানতে পেরেছে, পৌর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের যে সই করা কাগজপত্র অভিযোগকারীর কাছে ছিল, সেটি আসলে নকল । এরপরেই শুক্রবার ভারতীয় জাদুঘরের ভিতর থেকে প্রভাকরকে পাকড়াও করে পুলিশ । তাঁর বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র, সই নকল-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে । ধৃত কি কোন চাকরি প্রতারণা দলের সঙ্গে যুক্ত রয়েছেন, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা । এছাড়াও তদন্তে নেমে পুলিশকে যে বিষয়টি সব থেকে বেশি করে ভাবাচ্ছে তা হল কলকাতার মেয়রের সই নকল এবং পৌরনিগমের সিল ও লেটার প্যাড ব্যবহার ৷

তবে সিল ও লেটার প্যাড পৌরনিগমের বাইরে সাধারণ মানুষের হাতে চলে আসা এই প্রথম নয় । এর আগেও এমন ঘটনার সাক্ষী থেকেছে মহানগর ৷ খোদ পৌরনিগমের অন্দরেই চাকরি বিক্রির অভিযোগ ওঠে ৷ সেই ঘটনার তদন্তে নেমে নিউমার্কেট থানার পুলিশ এক ব্যক্তিকে মেয়র ফিরহাদ হাকিমের নকল করা সই, একাধিক নথিপত্র এবং স্ট্র্যাম্প পেপার-সহ গ্রেফতার করেছিল । অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে এখন পর্যন্ত কোনও উল্লেখযোগ্য বিষয়ে জানতে পারেনি তদন্তকারীরা ।

আরও পড়ুন:

  1. বিচারকের সই নকল করে চলছে এফিডেভিট, জাল স্ট্যাম্প-নথি-সহ গ্রেফতার 1
  2. কলকাতা পৌরসভার কমিশনারের সই জাল করে চাকরির আবেদন, ধৃত তিন
  3. প্রধানের সই ও সিল জাল করে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা, অভিযুক্ত পঞ্চায়েত কর্মী
Last Updated : Dec 2, 2023, 12:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details