কলকাতা, 11 সেপ্টেম্বর: "21 দিন নয়, দরকারে 15 দিনের টেন্ডার ডাকুন। যেনতেন প্রকারে পুজোর আগে সব রাস্তা মেরামত চাই। যাতে পুজোয় শহরে আসা মানুষজনের কোথাও পথ চলতে বিন্দুমাত্র সমস্যা না হয়।" পুজো প্রস্তুতি বৈঠকে আধিকারিকদের সোমবার এমনই নির্দেশ দিলেন মেয়র ফিরহাদ হাকিম।
এদিন ফিরহাদ জানান, পুজোর আগেই যেন সমস্ত রাস্তা সারানো হয়ে যায়। পুজো দেখতে বেরিয়ে যেন মানুষকে অসুবিধায় পড়তে না হয়। প্রয়োজনে জরুরি টেন্ডার ডাকুন। সূত্রের খবর, বৈঠকে ভিড়ের শহরে আলোকস্তম্ভ নিয়েও সাবধান বাণী শুনিয়েছেন তিনি। জানা গিয়েছে দুর্গা প্রতিমা বিসর্জনে বিভিন্ন ঘাটগুলোতে রাখা হবে 50টির বেশি হাউস বোট। পুজো প্রস্তুতি বৈঠকে নিকাশি, রাস্তা ও আলো-এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করেছেন মেয়র। লাইট পোস্ট নিয়ে মেয়র জানান, দুর্ঘটনা আটকাতে হবে। এরপর আধিকারিকদের উদ্দেশ্যে জানান, পাসিং দ্য বল খেলবেন না। এর দায়িত্ব নয়, ওর দায়িত্ব নয়, এসব করবেন না। হোয়াটস অ্যাপ গ্রুপ করুন। যাঁর দায়িত্ব হবে তাঁকে আলোক স্তম্ভ দ্রুত ঠিক করে দিতে হবে।