পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Firhad Hakim: মহালয়ার আগেই কলকাতার বেহাল রাস্তার হাল ফেরানোর নির্দেশ মেয়র ফিরহাদের - মেয়র ফিরহাদ হাকিম

মহালয়ার আগেই কলকাতার সমস্ত বেহাল রাস্তার হাল ফেরানোর নির্দেশ মেয়র ফিরহাদ হাকিমের ৷ জানা গিয়েছে, সোমবার এক বৈঠকে রাস্তা সারাই ছাড়াও নিকাশি ব্যবস্থা ও আলোর ব্যবস্থা নিয়েও বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন মেয়র ৷

Etv Bharat
সাংবাদিক বৈঠকে মেয়র

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2023, 10:57 PM IST

পুজো প্রস্তুতি নিয়ে বৈঠকে ফিরহাদ হাকিম

কলকাতা, 11 সেপ্টেম্বর: "21 দিন নয়, দরকারে 15 দিনের টেন্ডার ডাকুন। যেনতেন প্রকারে পুজোর আগে সব রাস্তা মেরামত চাই। যাতে পুজোয় শহরে আসা মানুষজনের কোথাও পথ চলতে বিন্দুমাত্র সমস্যা না হয়।" পুজো প্রস্তুতি বৈঠকে আধিকারিকদের সোমবার এমনই নির্দেশ দিলেন মেয়র ফিরহাদ হাকিম।

এদিন ফিরহাদ জানান, পুজোর আগেই যেন সমস্ত রাস্তা সারানো হয়ে যায়। পুজো দেখতে বেরিয়ে যেন মানুষকে অসুবিধায় পড়তে না হয়। প্রয়োজনে জরুরি টেন্ডার ডাকুন। সূত্রের খবর, বৈঠকে ভিড়ের শহরে আলোকস্তম্ভ নিয়েও সাবধান বাণী শুনিয়েছেন তিনি। জানা গিয়েছে দুর্গা প্রতিমা বিসর্জনে বিভিন্ন ঘাটগুলোতে রাখা হবে 50টির বেশি হাউস বোট। পুজো প্রস্তুতি বৈঠকে নিকাশি, রাস্তা ও আলো-এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করেছেন মেয়র। লাইট পোস্ট নিয়ে মেয়র জানান, দুর্ঘটনা আটকাতে হবে। এরপর আধিকারিকদের উদ্দেশ্যে জানান, পাসিং দ্য বল খেলবেন না। এর দায়িত্ব নয়, ওর দায়িত্ব নয়, এসব করবেন না। হোয়াটস অ্যাপ গ্রুপ করুন। যাঁর দায়িত্ব হবে তাঁকে আলোক স্তম্ভ দ্রুত ঠিক করে দিতে হবে।

পলি নিকাশনের পাশাপাশি রাস্তা তড়িঘড়ি সারানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে এই বৈঠকে। আধিকারিকরা টেন্ডারের নিয়ম নিয়েও বিস্তর আলোচনা করেন। রাস্তার উপর জোর দেওয়ার একটাই কারণ ৷ এমন অনেক রাস্তার অবস্থা বেহাল ৷ সেই রাস্তা ঠিক না হলে, সেখান দিয়ে প্রতিমার প্রবেশ করানো অসম্ভব বা কষ্টসাধ্য ৷ তাই কম সময়ে রাস্তা ঠিক করার উপর জোর দিয়েছেন মেয়র ফিরহাদ ৷

আরও পড়ুন: কেইআইআইপি-র কাজের নিয়ন্ত্রণ নিল কলকাতা পৌরনিগম, সিদ্ধান্ত বৈঠকে

কেইআইআইপি'র প্রজেক্টের জন্য কলকাতা কর্পোরেশনের অনেক জায়গায রাস্তার বেহাল দশা। সেইসব রাস্তায় ঠাকুর দেখতে গেলে সমস্যায় পড়বে সাধারণ মানুষও ৷ কলকাতা কর্পোরেশনের বিভিন্ন বিভাগ, কলকাতা পুলিশ, কেএমডিএ, পূর্ত দফতর, সেচ দফতর এবং সিইএসসি-সহ বিভিন্ন আধিকারিকদের সঙ্গে এদিন বৈঠক ছিল কলকাতা কর্পোরেশনে।

ABOUT THE AUTHOR

...view details