পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mayor Message to the Cable Operators : কেবল তারের জট সরাতে অপারেটরদের কড়া বার্তা মেয়রের - Mayor Firhad Hakim

কেবল তারের জট সরাতে কেবল অপারেটরদের কড়া বার্তা দিলেন মেয়র ফিরহাদ হাকিম (Massage For Cable Oparetor)। 8-10 দিনের মধ্যে তারের জটলা সরিয়ে ফেলতে হবে কেবল অপারেটরদের (Remove Messy Wire Very Soon) ।

Mayor Firhad Hakim
কেবল তারের জট সরাতে অপারেটরদের কড়া বার্তা মেয়রের

By

Published : Feb 10, 2022, 9:17 PM IST

কলকাতা, 10 ফেব্রুয়ারি: তিলোত্তমার মুখ ঢেকেছে তারের জটলায়। কোথাও তৈরি হয়েছে জতুগৃহ । কোথাও এই তারের জটলার কারণে দুর্ঘটনা ঘটছে । সেইসঙ্গে শহরজুড়ে যথেচ্ছ দৃশ্য দূষণ হচ্ছে । একাধিকবার তারের জটলা পরিষ্কার করা নিয়ে কেবল অপারেটরদের সঙ্গে বৈঠক করলেও তার কোনও ফল মেলেনি । এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার ফের কেবল অপারেটরদের সঙ্গে বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim)। 8-10 দিনের মধ্যে সরিয়ে ফেলতে হবে এই তারের জটলা । নির্দিষ্ট সময়ের মধ্যে তার না-সরালে পুরসভা তার কেটে শহর পরিষ্কারের ব্যবস্থা করবে । আজ এমনটাই জানিয়েছেন মেয়র ফিরদাহ হাকিম (Remove Messy Wire Very Soon) ।

আরও পড়ুন:Bengal Civic Polls 2022 : চব্বিশে সন্ত্রাস হলে বুঝে নেব, আসানসোলে প্রচারে এসে হুমকি মদনের

এই বৈঠকে উপস্থিত অল বেঙ্গল কেবল এন্ড ব্রডব্যান্ড ফোরামের সম্পাদক চন্দ্রনাথ পাইন জানান, মেয়র চাইছেন শহরে সৌন্দর্যায়ন । এই নিয়ে আগেও আমরা বৈঠক হয়েছে । ছোট ছোট ব্যবসায়ী যারা অলিগলিতে কাজ করে তাদের লাইনগুলো দেওয়ার জন্য কোম্পানি যে তার টেনেছে সেগুলো থেকে জটলা হয়েছে । আমরা প্রতিদিন অল্প অল্প করে অপ্রয়োজনীয় তার কেটে দিচ্ছি । পরিত্যক্ত কেবল লাইনগুলো দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন মেয়র । কীভাবে এই পরিষ্কার কাজ হবে তা নিয়ে একটা প্রস্তাব দিতে বলেছেন মেয়র । তবে যারা অনুমতি না-নিয়ে এই কেবল অপারেটিং এর ব্যবসা চালাচ্ছে, তার ফেলছে যথেচ্ছ সেই গুলো কিন্তু কেটে দেওয়া হবে । তিনি চান আকাশ পরিষ্কার থাকবে তারের জট দেখা যাবে না।

কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, এর আগে এই বিষয় নিয়ে কেবল অপারেটরদের বহুবার সময় দেওয়া হয়েছিল । কিন্তু এবার আর বেশি সময় দিতে রাজি নন মেয়র । তিনি অপারেটরদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন আর দশ দিন হাতে সময় আছে এর মধ্যে প্রপোজাল দাও না-হলে কিন্তু আমরা আমাদের মতো করে তার কাটা শুরু করব । ইতিমধ্যে একটা পাইলট প্রজেক্ট নেওয়া হয়েছে হরিশ মুখার্জি রোড। কমবেশি আড়াই কিলোমিটার রাস্তায় দুদিকে সুসজ্জিত ভাবেই তার নিয়ে যাওয়ার কাজ করা হচ্ছে । সেই কাজ দেখে যদি মনে হয় যে ঠিকঠাক হচ্ছে, তাহলে সেই মতই শহরের বিভিন্ন অংশে কাজে করার বার্তা দেবেন মেয়র।

ABOUT THE AUTHOR

...view details