পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শহরে ভেঙে পড়েছে 15 হাজারেরও বেশি গাছ, পুনঃস্থাপনের পরিকল্পনা মেয়রের - কলকাতায় আমফানের প্রভাব

ঘূর্ণিঝড় আমফানে শহরজুড়ে সাড়ে 15 হাজারেরও বেশি গাছ ভেঙে পড়েছে । এত গাছ ভেঙে পড়া নিয়ে তিনি এদিন উদ্বেগ প্রকাশ করেন ফিরহাদ হাকিম । ঝড়ে পড়ে যাওয়া গাছগুলোকে পুনঃস্থাপন করার পরিকল্পনা করছে কলকাতা পৌরনিগম ।

ফিরহাদ হাকিম
ফিরহাদ হাকিম

By

Published : May 27, 2020, 8:54 PM IST

কলকাতা, 27 মে : আমফানের জেরে কলকাতায় গাছ ভেঙে পড়া নিয়ে নতুন তথ্য দিলেন মেয়র ফিরহাদ হাকিম । এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে পৌরনিগমে ফেরার পর সাংবাদিকদের তিনি জানান, ঘূর্ণিঝড় আমফানে শহরজুড়ে সাড়ে 15 হাজারেরও বেশি গাছ ভেঙে পড়েছে । এত গাছ ভেঙে পড়া নিয়ে তিনি এদিন উদ্বেগ প্রকাশ করেন ।

ফিরহাদ হাকিম জানান, কলকাতায় বড় রাস্তাগুলিতে সাড়ে নয় হাজার গাছ পড়েছে । শহরের অলি-গলিতে, ছোটো রাস্তাগুলিতেও বহু গাছ উপড়ে পড়েছে । এবার ঝড়ে পড়ে যাওয়া গাছগুলোকে পুনঃস্থাপন করার পরিকল্পনা করছে কলকাতা পৌরনিগম । ঘূর্ণিঝড় আমফানের দক্ষিণবঙ্গে আছড়ে পড়া সাত দিন পেরিয়েছে । এর মধ্যেই কলকাতায় সমস্ত গাছ সরিয়ে দিয়ে সব বড় রাস্তা সচল করে দেওয়া হয়েছে । এবার কলকাতার অলিগলিতে ছোটো-বড় যে গাছগুলি পড়ে আছে সেগুলি সরানোর কাজ শুরু করবে পৌরনিগম ।

বিশেষজ্ঞ কমিটির সদস্যরা গতকাল থেকে কলকাতার যেখানে যত গাছ পড়েছে, তা পরিদর্শন করা শুরু করে দিয়েছেন । রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর এলাকা আগামীকাল পরিদর্শন করতে যাবেন ফিরহাদ হাকিম । তিনি বলেন, "এত বড় বড় বহু বছরের পুরোনো গাছ পড়ে গেছে । নতুন বেশ কয়েকটি গাছ লাগালেও সেই ক্ষতিপূরণ করা যাবে না । বড় গাছগুলির মাথা কেটে ছোটো করে দেওয়া হয়েছে । আমরা পরিকল্পনা নিচ্ছি যদি সেই গাছগুলোকে আবার পুনঃস্থাপন করা যায় । এত বেশি গাছ ভেঙে পড়ায় কলকাতার স্বাস্থ্য বিপজ্জনক জায়গায় পৌঁছেছে । কলকাতাকে দ্রুত সুস্থ করতে নতুন করে গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে । পাশাপাশি, কিছু গাছকে পুনঃস্থাপন করার পরিকল্পনা করা হচ্ছে ।"

30 মে বিশেষজ্ঞ কমিটি, বনদপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করতে চলেছেন ফিরহাদ হাকিম । কলকাতায় কোন ধরনের গাছ লাগালে সঠিক হবে সেই পরামর্শ নেওয়া হবে । সেইসঙ্গে যেই পুরোনো গাছগুলিকে পুনঃস্থাপন করা সম্ভব সেগুলো নিয়েও বৈঠকে আলোচনা করবেন বলে খবর । কলকাতায় এত সংখ্যক গাছ একসঙ্গে পড়ে যাওয়াতে দূষণের মাত্রা অনেক বৃদ্ধি পাবে । দ্রুত সবুজায়ন করার লক্ষ্যেই এই বৈঠকে আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details