পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Firhad Hakim: বাম জমানায় সাড়ে 3 হাজার পুকুর ভরাট ! শহরের বাকি জলাশয় রক্ষার নির্দেশ মেয়রের

শহরে যাতে জলাশয় ভরাট না হয় সেই দিকে নজর রাখছে কলকাতা পৌরনিগম ৷ এই বিষয়ে কাউন্সিলরদের বার্তা দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম ৷

By

Published : May 21, 2023, 8:34 PM IST

ETV Bharat
ফাইল ছবি

কলকাতা, 21 মে:কলকাতায় বেড়ে চলা তাপমাত্রা ও দূষণ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সকলের । পরিবেশের ভারসাম্য রক্ষা করতে অপরিহার্য ভূমিকা নেয় জলাশয় । তবে বাম আমলে সাড়ে তিন হাজারের বেশি পুকুর ও জলাশয় ভরাট করা হয়েছে ৷ যার প্রভাব অনেকটাই পড়েছে শহরের পরিবেশে । অন্তত এমনই দাবি, তৃণমূল কংগ্রেস পরিচালিত বর্তমান কলকাতা পৌরনিগমের ৷

বাম জমানায় এই বিপুল পরিমাণ পুকুর ভরাটের কথা জানিয়ে শহরের অবশিষ্ট জলাশয় রক্ষায় সমস্ত কাউন্সিলরদের সম্প্রতি নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম । কলকাতার বর্তমান পৌরবোর্ডের অভিযোগ, বাম জমানায় সাড়ে তিন হাজার পুকুর ভরাট হয়েছে কলকাতায় । পৌরনিগমের অধিবেশন কক্ষে বাম কাউন্সিলরদের সামনেও এমন দাবি করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । সেই ক্ষতি পূরণ করতে কলকাতাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা জলাশয়গুলিকে বাঁচাতে একাধিক পদক্ষেপ নিয়েছে কলকাতা কর্পোরেশনের পরিবেশ বিভাগ । এই উদ্যোগকে সফল করতে কাউন্সিলরদের উদ্দেশে মেয়র ফিরহাদ হাকিম আবেদন জানিয়ে বলেছেন, তাঁদের ওয়ার্ডে থাকা জলাশয়ের তালিকা কলকাতা কর্পোরেশনের কাছে জমা দিতে ।

পৌরনিগমের ওয়েবসাইটে থাকা তথ্য পুকুরের ওই তালিকা সঙ্গে মিলিয়ে দেখা হবে । যদি নতুন কোনও জলাশয়ের সন্ধান পাওয়া যায় তা সংযোজন করা হবে ওই তালিকায় । একইসঙ্গে শহরে থাকা পরিত্যক্ত জমির তালিকা দেওয়ার অনুরোধও কাউন্সিলরদের কাছে করেছেন মেয়র । কোন এলাকার কোথায় কোথায় পুকুর, ডোবা, জলাজমি আছে সেই তালিকা প্যাডে লিখে কাউন্সিলরদের জমা দিতে বলেছেন তিনি ৷

আরও পড়ুন: পরবর্তী রাজ্য নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহার নাম নিয়ে জল্পনা, এখনও মেলেনি রাজভবনের সম্মতি

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, ইতিমধ্যেই জলাশয় জিও ট্যাগিংয়ের কাজ শুরু হয়েছে । এই প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "দীর্ঘ বছর ধরে বাম আমলে পুকুর ভরাট হয়েছে । প্রায় সাড়ে 3 হাজার পুকুর বুজিয়ে দিয়েছে । এখন যা অবশিষ্ট আছে সেটাই আমদের রক্ষা করতে হবে ।" উল্লেখ্য, ইতিমধ্যে জলাজমি চিহিত করতে সেই জমি বা পুকুরের নম্বর শুরু হবে পি দিয়ে । বাড়ি ও পুকুর একসঙ্গে থাকলে সেই জলাজমির আলাদা নম্বর থাকবে । সম্পত্তি কর মূল্যায়ন বিভাগের মূল্যায়নের আওতায় আসবে এই জলাশয়গুলি ৷

ABOUT THE AUTHOR

...view details