কলকাতা, 21 মে:কলকাতায় বেড়ে চলা তাপমাত্রা ও দূষণ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সকলের । পরিবেশের ভারসাম্য রক্ষা করতে অপরিহার্য ভূমিকা নেয় জলাশয় । তবে বাম আমলে সাড়ে তিন হাজারের বেশি পুকুর ও জলাশয় ভরাট করা হয়েছে ৷ যার প্রভাব অনেকটাই পড়েছে শহরের পরিবেশে । অন্তত এমনই দাবি, তৃণমূল কংগ্রেস পরিচালিত বর্তমান কলকাতা পৌরনিগমের ৷
বাম জমানায় এই বিপুল পরিমাণ পুকুর ভরাটের কথা জানিয়ে শহরের অবশিষ্ট জলাশয় রক্ষায় সমস্ত কাউন্সিলরদের সম্প্রতি নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম । কলকাতার বর্তমান পৌরবোর্ডের অভিযোগ, বাম জমানায় সাড়ে তিন হাজার পুকুর ভরাট হয়েছে কলকাতায় । পৌরনিগমের অধিবেশন কক্ষে বাম কাউন্সিলরদের সামনেও এমন দাবি করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । সেই ক্ষতি পূরণ করতে কলকাতাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা জলাশয়গুলিকে বাঁচাতে একাধিক পদক্ষেপ নিয়েছে কলকাতা কর্পোরেশনের পরিবেশ বিভাগ । এই উদ্যোগকে সফল করতে কাউন্সিলরদের উদ্দেশে মেয়র ফিরহাদ হাকিম আবেদন জানিয়ে বলেছেন, তাঁদের ওয়ার্ডে থাকা জলাশয়ের তালিকা কলকাতা কর্পোরেশনের কাছে জমা দিতে ।