কলকাতা, ৩১ মার্চ:বসিরহাটের মাটিয়া এবং মালদার ইংরেজবাজারে ধর্ষণের (Matia Englishbazar rape) ঘটনায় রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । এখনও পর্যন্ত তদন্তের পরিস্থিতি কী তা জানতে চেয়ে বিচারপতি বলেছেন, এই ঘটনার কেস ডায়েরি জমা দিতে হবে আদালতে (Calcutta HC on rape case)। সমস্ত রকমের চিকিৎসার সুযোগ করে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে । যে মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে, তাতে হাসপাতালে বর্ষীয়ান চিকিৎসকদের রাখার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ । বলা হয়েছে, আক্রান্তদের সঙ্গে দেখা করতে পারবেন তাঁদের বাবা-মা (Calcutta HC orders to submit case diary details report)।
রাজ্যের দু'জায়গায় ঘটে যাওয়া নারকীয় ঘটনা নিয়ে হাইকোর্টে দুটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন সুমিত্রা নিয়োগী ও সুস্মিতা সাহাদত্ত নামে দুই আইনজীবী । তাঁরা আজ আদালতে বলেন, "আত্মীয় পরিজনকে পর্যন্ত হাসপাতালে ঢুকতে বাধা দেওয়া হয়েছে । বর্তমানে আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আক্রান্তরা । এর নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার ।"
তাঁরা আরও উল্লেখ করেন, "শেষ 15 দিনে রাজ্যে অন্তত 11টা ধর্ষণের ঘটনা ঘটেছে অল্পবয়সি মেয়েদের উপর । ভয় দেখিয়ে এটা করা হয়েছে ।" আদালতের তত্ত্বাবধানে অথবা সিবিআইয়ের মতো এজেন্সির হাতে তদন্তভার দেওয়া দরকার ।" ডাক্তারদের চিকিৎসার ব্যাপারেও সন্দেহ প্রকাশ করেন আইনজীবীরা ৷ যদিও এজি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় সঙ্গে সঙ্গে আপত্তি জানিয়ে বলেন, আরজিকর রাজ্যের অন্যতম নামী হাসপাতাল । চিকিৎসকদের নিয়ে কোনও আপত্তি হওয়ার কথা নয় ।
আরও পড়ুন:Matia Rape Case : পাঁচদিন পর মাটিয়া ধর্ষণ-কাণ্ডে নমুনা সংগ্রহ ফরেন্সিক দলের, উঠছে প্রশ্ন