কলকাতা, 30 সেপ্টেম্বর: অবশেষে উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের জাল নোট চক্রের জট খোলে NIA । মালদা থেকে তদন্তকারীরা গ্রেপ্তার করল একটি চক্রের কিংপিনকে । আজ তাঁকে বৈষ্ণবনগর থানা এলাকার মোহনপুর থেকে গ্রেপ্তার করে তদন্তকারীরা ।
বাংলাদেশ থেকে জালনোট আসে মালদায় । বিনিময়ে বাংলাদেশে পৌঁছে যায় গরু কিংবা আগ্নেয়াস্ত্র । সাধারণভাবে জাল নোটের স্মাগলিং হয় বিনিময়ের মাধ্যমে । এমনটাই গোয়েন্দার সূত্রে খবর । মালদায় জমা হওয়া জালনোট বিভিন্ন আরকাঠি মারফত ছড়িয়ে দেওয়া হয় গোটা দেশে । মূলত তিনটি পথে পাচার হয় জাল নোট । একটি উত্তর দিনাজপুর-ডালখোলা হয়ে চলে যায় বিহারের পূর্ণিয়া । অন্য পথটি হল ফারাক্কা থেকে বিহারের কাটিহারে জালনোট পৌঁছে দেওয়া । আবার জাল নোট চক্রের কুশীলবরা গোয়েন্দাদের নজর এড়াতে চলে আসে কলকাতায় । ভারতের বিভিন্ন রাজ্য থেকে জাল নোট চক্রের কারবারিরা চলে আসে শহরে । সেখানে হয় জালনোট বিনিময় ।