কলকাতা, 22 নভেম্বর: দেশের প্রথম কোনও রাজভবনে গণবিবাহের আসর বসতে চলেছে । পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের উদ্যোগে কলকাতা রাজভবন সেই গণবিবাহের আয়োজন করতে উদ্যোগী হয়েছে । প্রাক্তন আইএএস অফিসার সিভি আনন্দ বোসের রাজ্যের রাজ্যপাল পদে বর্ষপূর্তি উপলক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছে । তিনি নিজেই 365 দম্পতির গণবিবাহের আয়োজনের কথা ঘোষণা করেছেন । আগামিকাল 23 নভেম্বর তাঁর রাজ্যপাল পদে বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
রাজ্যপাল জানিয়েছেন, 23 নভেম্বর থেকে নানারকম কর্মসূচি ও প্রোগ্রাম শুরু হবে । বছরভর তা চলতে থাকবে । তিনি বলেন, "365 দম্পতির বিয়ের আয়োজন করবে রাজভবন । খরচ এবং যাবতীয় প্রস্তুতির বিষয় রাজভবন কর্তৃপক্ষ দেখে নেবে । মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া নাগরিকদের আর্থিক, সামাজিক ও নৈতিক সমর্থনের জন্যই কমিউনিটি ম্যারেজের উদ্যোগ নেওয়া হয়েছে । যাতে তাঁরা নতুন করে সুন্দরভাবে তাঁদের জীবন শুরু করতে পারেন ।"
সূত্রের দাবি, "শুধু গণবিবাহ নয়, বাংলাকে মাদকমুক্ত করতে নানারকম পদক্ষেপ করতে উদ্যোগী হয়েছেন রাজ্যপাল । প্রাথমিকভাবে আগামিকাল সকালে সাইকেল মিছিলের মাধ্যমে বাংলাকে মাদকমুক্ত করার বার্তা দেবেন রাজ্যপাল নিজেই । তারপর রাজভবনেই মধ্যাহ্নভোজনে অংশগ্রহণ করবেন বয়স্ক নাগরিকরা ।"
গত এক বছরে রাজ্যপাল সিভি আনন্দ বোস বাংলার সাংস্কৃতি, শিক্ষা ও ক্রীড়া জগতের মানোন্নয়নে একাধিক পদক্ষেপ করেছেন । দুঃস্থ মেধাবী পড়ুয়াদের আর্থিক সহায়তার জন্য স্কলারশিপের ব্যবস্থা করেছেন তিনি । তপশিলি জাতি উপজাতি আদিবাসীদের মতো আর্থিকভাবে পিছিয়ে পড়া সমাজের ছেলেমেয়েরা স্কলারশিপ পাবেন । এছাড়াও, ক্যানসারের মতো মারণ রোগে আক্রান্তদের ডায়ালিসিস-সহ চিকিৎসার খরচের ভার লাঘব করতেও আর্থিক সাহায্যের কথা জানিয়েছেন রাজ্যপাল ।
ক্রীড়া জগতের মানোন্নয়নের জন্য বিশ্বকাপ ক্রিকেট চলাকালীন 'গভর্নর্স সেঞ্চুরি গ্রুপ' তৈরি করেছে রাজভবন । সেই গ্রুপের সদস্যদের মাসিক আর্থিক সাহায্য-সহ ট্রেনিং-এর ব্যবস্থা করা হচ্ছে বলে রাজ্যপাল জানিয়েছেন । ঠিক তেমনই রাজভবনে খাওয়া-দাওয়ার ব্যবস্থা থাকছে । কেউ চাইলেই রাজভবনে গিয়ে খাওয়া-দাওয়া করে আসতে পারেন । রাজ্যপাল জানান, ইতিমধ্যে পরিকাঠামো গড়ে তোলা হয়েছে । কেউ চাইলে রাজভবনে এসে খাবার খেয়ে যেতে পারেন । আপ্যায়নের এবং ব্যয়ভারের দায়িত্ব রাজভবনের । শিক্ষা, সংস্কৃতি, শিল্প কমবেশি প্রায় প্রত্যেকটি ক্ষেত্রে বাংলার মানোন্নয়ন এবং আগামীতে বাংলা যেন বিশ্বের প্রতিনিধিত্ব করে তারই আশা রেখে মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন রাজ্যপাল ৷
আরও পড়ুন:
- সন্ত্রাস ও দুর্নীতি দমনে রাজ্যকে পারস্পরিক সমঝোতার বার্তা দিলেন রাজ্যপাল
- 'শুধু আইনি ব্যবস্থা নয়, সামাজিক পদক্ষেপও নিতে হবে', হিংসার বিরুদ্ধে বার্তা রাজ্যপাল