কলকাতা,20 এপ্রিল : ফের করোনা জাঁকিয়ে বসেছে গোটা দেশজুড়ে ৷ বাদ নেই পশ্চিমবঙ্গও ৷ ক্রমে বেড়ে চলেছে করোনা সংক্রামিতের সংখ্যা ৷ প্রথমবারের তুলনায় করোনার দ্বিতীয় ঢেউয়ে মানুষ গা ছাড়া ৷ সংক্রমণের জেরে ইতিমধ্যেই বাতিল হয়েছে শিয়ালদা দক্ষিণ শাখার বেশ কিছু ট্রেন ৷ এবার শিয়ালদার দক্ষিণ শাখার স্টেশনগুলিতে সাধারণ মানুষকে সচেতন করতে উদ্যোগ নিল রেল পুলিশ ও স্থানীয় প্রশাসন ৷ বিলি করা হল মাস্ক ৷ দেওয়া হল স্যানিটাইজার ৷
দক্ষিণ পরগনায় গত 24 ঘণ্টায় করোনা কবলিত হয়েছেন 182 জন ৷ করোনার দ্বিতীয় ইনিংসে মানুষের মধ্যে স্বাস্থ্যবিধিকে পাত্তা না দেওয়ার প্রবণতা মারাত্মকভাবে দেখা গিয়েছে ৷ রেল সূত্রে খবর, প্রতিদিন শিয়ালদা দক্ষিণ শাখায় কয়েক লাখ মানুষ যাতায়াত করেন। এবার যাত্রীদের সচেতন করতে এগিয়ে এলেন রেল পুলিশ ও জেলা পুলিশের আধিকারিকরা ৷ বিনা মাস্কে ট্রেন সফর করলে 500 টাকা পর্যন্ত জরিমানা ধার্য করেছে রেলমন্ত্রক ।