নাকা চেকিংয়ে মাস্ক-গ্লাভস বাধ্যতামূলক, নির্দেশিকা লালবাজারের - সংক্রমণ রুখতে লালবাজারের নয়া নির্দেশিকা
নাকা চেকিং-র সময় দেখতে হচ্ছে গাড়ির কাগজ । নতুন নির্দেশিকায় লালবাজারের তরফে জানানো হয়েছে, গাড়ির নথি দেখার আগে থার্মাল স্ক্রিনিং বাধ্যতামূলক ।
কলকাতা, 5 মে : ইতিমধ্যেই চার পুলিশকর্মী সংক্রমণের শিকার হয়েছেন । যদিও তাঁদের মধ্যে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । কিন্তু কলকাতা পুলিশের অন্দরমহলে সংক্রমণ নিয়ে ভয়ের আবহ রয়েছে বলে স্বীকার করে নিয়েছে লালবাজার । পুলিশকর্মীদের জন্য জারি করা হয়েছে নির্দেশিকা । পুলিশকর্মীদের সুরক্ষার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে । নাকা চেকিং-এ থাকা পুলিশকর্মীদের জন্য ফেস সিলড মাস্ক, গ্লাভস পরা বাধ্যতামূলক করা হয়েছে ।
বড়তলা, গার্ডেনরিচ, জোড়াবাগান ট্র্যাফিক গার্ডের পর প্রগতি ময়দান থানার অফিসার ও তাঁর স্ত্রী কোরোনায় আক্রান্ত । তিনি একটি পুলিশ আবাসনে থাকেন । ফলে, সেই আবাসনের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন । না চাইলেও ডিউটি করার জন্য অনেক মানুষের সংস্পর্শে আসতে হচ্ছে পুলিশকর্মীদের । নাকা চেকিং-র সময় দেখতে হচ্ছে গাড়ির কাগজ । নতুন নির্দেশিকায় লালবাজারের তরফে জানানো হয়েছে, গাড়ির নথি দেখার আগে থার্মাল স্ক্রিনিং বাধ্যতামূলক । পাশাপাশি নাকা চেকিংয়ে থাকা পুলিশকর্মীদের জন্য ফেস সিলড মাস্ক, গ্লাভস পরা বাধ্যতামূলক করা হয়েছে ।
থানায় কর্মরতদের বারবার হাত ধোয়ার জন্য বলা হয়েছে বলে লালবাজার সূত্রে খবর । থানায় আসা ব্যক্তিরা হ্যান্ড স্যানিটাইজ়ার ব্যবহারের পর ঢুকতে পারবেন । এই বিষয়টিও নিশ্চিত করা হয়েছে । থানাগুলিতে প্রতিদিন জীবাণুমুক্ত করার ব্যবস্থা করা হয়েছে লালবাজারের তরফে ।