কলকাতা, 20 অক্টোবর : প্রতিবছরের মতো এবারও যাদবপুর এলাকায় মার্কসীয় সাহিত্যের স্টলের উদ্বোধন করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । সঙ্গে ছিলেন CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র । ছিলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী । সন্ধেয় যাদবপুর, সন্তোষপুর, লেক গার্ডেন্সসহ বাইপাস সংলগ্ন বিস্তীর্ণ এলাকার প্রায় 6টি প্রগতিশীল মার্কসীয় সাহিত্যের শারদীয়া স্টলের উদ্বোধন করেন তিনি ।
মার্কসীয় সাহিত্যের স্টল উদ্বোধনে বামফ্রন্ট চেয়ারম্যান - Biman Bose
রাজ্য জুড়ে 1200-র বেশি মার্কসীয় সাহিত্যের স্টল করা হচ্ছে । এবছরও বামফ্রন্ট চেয়ারম্যান শহরের মধ্যেই বিভিন্ন মার্কসীয় সাহিত্যের স্টল উদ্বোধন করলেন । জেলার পুজো মণ্ডপের অনতিদূরে মার্কসীয় সাহিত্যের স্টল উদ্বোধন করবেন জেলা নেতৃত্ব ।
রাজ্যজুড়ে 1200-র বেশি মার্কসীয় সাহিত্যের স্টল করা হচ্ছে । এবছরও বামফ্রন্ট চেয়ারম্যান শহরের মধ্যেই বিভিন্ন শারদীয় মার্কসীয় সাহিত্যের স্টল উদ্বোধন করলেন । জেলার পুজো মণ্ডপের অনতিদূরে মার্কসীয় সাহিত্যের স্টল উদ্বোধন করবেন জেলা নেতৃত্ব । এবছর দর্শনার্থীবিহীন পুজো মণ্ডপের থেকে বেশ কিছুটা দূরে মার্কসীয় সাহিত্যের স্টল হওয়ায় সেখানেই যাবতীয় দৈহিক দূরত্ব বিধি মেনে বই বিক্রি হচ্ছে । হাত জীবাণুমুক্ত করার পরেই পাঠকরা পছন্দের বই হাতে তুলে নিচ্ছেন । বেশি জমায়েত করতে দেওয়া হচ্ছে না অস্থায়ী বইয়ের দোকানগুলির সামনে ।
গতকাল বইয়ের দোকানের সূচনা করে বামফ্রন্ট চেয়ারম্যান বলেন, "মার্কসীয় সাহিত্যের পাঠক এখনও রয়েছে দেশজুড়ে । বিজ্ঞানসম্মত মার্কসীয় ভাবধারা নতুন প্রজন্মের পড়ুয়াদের কাছে অনেক বেশি আকর্ষণীয় । মার্কস এবং লেনিনের মতবাদ এখনও সমান গুরুত্বপূর্ণ বর্তমান সমাজ জীবনে । সংকটময় কাল থেকে উত্তরণের পথ দেখানো রয়েছে মার্কসীয় মতাদর্শে ।" পরিবর্তিত পরিস্থিতিতে মার্কসীয় সাহিত্যের বিক্রি ভালোই হবে বলে মনে করছেন বামফ্রন্ট চেয়ারম্যান ।