কলকাতা, 15 অগস্ট: বৃষ্টির কারণে বেশ কয়েকটি সবজির দাম বাড়লেও, বাকি সবজির দাম একই রকম রয়েছে । দাম বেড়েছে মুরগির মাংসের । কয়েক রকম মাছের দাম কম বেশি হয়েছে । ইলিশের যোগান বৃদ্ধিতে কিছুটা দাম কমেছে (Market Price in Kolkata)।
কাঁচা সবজি-
• জ্যোতি আলু: 28 টাকা কিলো
• চন্দ্রমুখী আলু: 40-44 টাকা কিলো
• আদা: প্রতি কিলো 60-80 টাকা
• রসুন: প্রতি কিলো 80 টাকা
• পেঁয়াজ: প্রতি কিলো 25 টাকা
• উচ্ছে: প্রতি কিলো 40 টাকা
• কলা: প্রতি পিস 6-10 টাকা
• বেগুন: 50 টাকা কিলো
• পটল: প্রতি কিলো 40 টাকা
• পাকা পটল: 50-60 টাকা কিলো
• কুদরি: প্রতি কিলো 25-30 টাকা
• গাঁটি কচু: প্ৰতি কিলো 40 টাকা
• লালবিট: 50-60 টাকা কিলো
• কাঁকরোল: প্রতি কিলো 30-35 টাকা
• ঝিঙ্গা: প্রতি কিলো 40 টাকা
• ঢেঁড়স: প্রতি কিলো 40 টাকা
• কুমড়ো: প্রতি কিলো 40 টাকা
• লাউ: প্রতি পিস 30-35 টাকা
• টমেটো: প্রতি কিলো 40 টাকা
• পেঁপে: প্রতি কিলো 20 টাকা
• চিচিঙ্গা: প্রতি কিলো 25-30 টাকা
• ওল: প্রতি কিলো 50 টাকা
• শসা: প্রতি কিলো 40 টাকা
• বাঁধাকপি: প্রতি কিলো 40 টাকা