কলকাতা, 13 সেপ্টেম্বর : ইস্টবেঙ্গলের কোচের চেয়ারে ফের বসার কথা মারিও রিবেরার মুখে । তেতাল্লিশ বছর বয়সী স্প্যানিশ কোচ গত মরসুমে আই লিগের মাঝপথে কোচিং করিয়ে রানার্স করিয়েছিলেন । আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া হঠাৎ করে দায়িত্ব ছাড়ায় কার্যত কোনও প্রস্তুতি ছাড়াই ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়েছিলেন মারিও রিবেরা । লকডাউনের কারণে আই লিগ বন্ধ হওয়া পর্যন্ত সাতটি ম্যাচে লাল হলুদ কোচের চেয়ারে ছিলেন । দেশে ফিরে যাওয়ার আগে নতুন মরসুমে মারিও রিবেরার হাতে দায়িত্ব দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন লাল হলুদ কর্তারা। কিন্তু পরবর্তী অধ্যায়ে ISL-র মঞ্চে ইস্টবেঙ্গলের জায়গা করে নেওয়ার পরে পুরো ছবিটা বদলে যায় ।
শক্তিশালী দল গঠন করার দিকে এখন নজর ইস্টবেঙ্গলের । বেশ কয়েকজন হাই প্রোফাইল কোচের বায়োডাটা ক্লাবের হাতে এসেছে । সেই তালিকায় পোকেরম্যানের মতো বিশ্বকাপার কোচ সার্বিয়ান ভিদাকোভিচের নাম শোনা যাচ্ছে । এই অবস্থায় ইস্টবেঙ্গলের কোচের চেয়ারে বসার আগ্রহ প্রকাশ মারিও রিবেরার ।