পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঝাড়খণ্ডের অস্ত্র উদ্ধারের ঘটনায় হুগলি থেকে গ্রেপ্তার মাওবাদী নেতা

ঝাড়খণ্ডের গিরিডির একবাকিতাণ্ড গ্রামে প্রচুর অস্ত্র উদ্ধার করা হয় । সেই ঘটনায় মোট 17 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় NIA । এই চার্জশিটে মনোজের নাম ছিল । আজই তাকে হুগলি থেকে গ্রেপ্তার করা হয় ৷

Kolkata
ছবিটি প্রতীকী

By

Published : May 2, 2020, 8:08 PM IST

কলকাতা , 2 মে : ঝাড়খণ্ডের গিরিডিতে অস্ত্র উদ্ধারের ঘটনায় অবশেষে গ্রেপ্তার করা হল অন্যতম মূল অভিযুক্তকে । মনোজ চৌধুরি নামে ওই মাওবাদী নেতা হুগলিতে আত্মগোপন করেছিল বলে খবর । NIA আজ তাকে গ্রেপ্তার করেছে ।

ঘটনা 2018 সালের । ঝাড়খণ্ডের গিরিডির একবাকিতাণ্ড গ্রামে প্রচুর অস্ত্র উদ্ধার করা হয় । ঘটনায় 15 জনকে গ্রেপ্তার করা হয় । তাদের মধ্যে ছিলেন মাওবাদী এরিয়া কমান্ডার সুনীল মাঝিও । তাদের জিজ্ঞাসাবাদ করে আরও অস্ত্রের খোঁজ পায় গোয়েন্দারা । সেগুলি বোকারোর লাগু পাহাড় থেকে উদ্ধার করা হয় । সেই ঘটনায় মোট 17 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় NIA । এই চার্জশিটে মনোজের নাম ছিল । সেই ঘটনার পর থেকেই মনোজের খোঁজ করছিল গোয়েন্দারা ।

48 বছরের মনোজ আদতে ঝাড়খণ্ডের গিরিডির চালকারি গ্রামের বাসিন্দা । বহুদিন ধরেই তিনি নাম লিখিয়েছেন মাওবাদীদের খাতায় । তার কাজ ছিল মূলত হুমকি দিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের থেকে তোলা আদায় করা । আবার মাওবাদীদের যে লেভি আদায় হয় , সেই টাকা রিয়েল এস্টেট ব্যবসায় লাগানোর প্রধান মাথা এই মনোজ । 2008 সাল থেকেই এই কাজ করছেন তিনি । তিন বছর ধরে তাকে গোয়েন্দারা খুঁজছে ৷ তাকে হুগলি থেকে গ্রেপ্তারের পর রিয়েল এস্টেট ব্যবসায় নানা লেনদেনের নথি বাজেয়াপ্ত করেছে NIA । আজই তাকে ঝাড়খণ্ডের রাঁচির আদালতে নিয়ে যাওয়া হয় । আদালত তার পাঁচ দিনের NIA হেপাজত মঞ্জুর করেছে ।

ABOUT THE AUTHOR

...view details