কলকাতা, ৯ ফেব্রুয়ারি : মৃত্যু হল CPI(ML)-এর প্রাক্তন রাজ্য সম্পাদক কাঞ্চনের। গতকাল দুপুরে টালিগঞ্জের MR বাঙুর হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৮। তাঁর মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনেছে APDR। সংস্থার কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য রঞ্জিত সুরের বক্তব্য, "স্ট্রোক হওয়ার পর ৭ ঘণ্টা ফেলে রাখা হল। ন্যক্কারজনক বিষয়। এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হল, যেখানে হার্ট এবং নিউরোলজি চিকিৎসার অত্যাধুনিক সুযোগ নেই। এটা রাষ্ট্রীয় হত্যা।" ঘটনার প্রতিবাদে আজ রাজ্যের সবকটি জেলে অনশনে বসছেন রাজনৈতিক বন্দীরা।
২০১০ সালের ৩ ডিসেম্বর গ্রেপ্তার হন প্রাক্তন মাওবাদী সুদীপ চোংদার ওরফে কাঞ্চন। ময়দান থেকে কলকাতা পুলিশের STF তাঁকে গ্রেপ্তার করে। তখন থেকেই জেলবন্দী কাঞ্চন। জেল সূত্রে খবর, ৫ ফেব্রুয়ারি বিকেলে আলিপুর জেলে তাঁর স্ট্রোক হয়। নিয়ে যাওয়া হয় টালিগঞ্জের MR বাঙুর হাসপাতালে।