কলকাতা, 23 নভেম্বর: দমদম জংশন স্টেশনের আপ লাইনে রেল ট্র্যাকের মেরামতির কাজ হবে ৷ তার জেরে আগামী শনি (25.11.2023) ও রবিবার (26.11.2023) শিয়ালদা ডিভিশনে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন । আজ বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে পূর্বরেল কর্তৃপক্ষ ৷ ট্র্যাকের মেরামতির জন্য ওই লাইনে 12 ঘণ্টার পাওয়ার ব্লক নেওয়া হয়েছে । ফলত শনিবার রাত 11টা 35 মিনিট থেকে পরের দিন অর্থাৎ রবিবার সকাল 7টা 35 মিনিট পর্যন্ত এই ব্লক নিয়ে কাজ করা হবে বলে জানানো হয়েছে ।
মেরামতের কাজের জন্য পাওয়ার ব্লকের কারণে ওই রুটের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে । পাশাপাশি আরও বেশ কিছু ট্রেনের যাত্রা নিয়ন্ত্রণ করা হয়েছে । আগামী 25 নভেম্বর যেই ইএমইউ ট্রেনগুলো বাতিল করা হয়েছে তার তালিকা এক নজরে :
শিয়ালদা–ডানকুনি : আপ 32249/ডাউন 32252
26 নভেম্বর যে ইএমইউ বাতিল করা হয়েছে :
শিয়ালদা-বনগাঁ : আপ 33813/ডাউন 33814
শিয়ালদা-হাবড়া : আপ 33651, 33653/ডাউন 33652, 33654
শিয়ালদা-হাসনাবাদ : আপ 33511/ডাউন 33512
শিয়ালদা-ডানকুনি : আপ 32211, 32213, 32215, 32217, 32219/ডাউন 32212, 32214, 32216, 32218 ,32220
শিয়ালদা-দত্তপুকুর : আপ 33613/ডাউন 33612, 33616
শিয়ালদা-কল্যাণী সিমন্ত : আপ 31311, 31313/ডাউন 31314, 31316
শিয়ালদা-শান্তিপুর : আপ 31513/ডাউন 31514
শিয়ালদা-গেদে : আপ 31911/ডাউন 31914
শিয়ালদা-কৃষ্ণনগর : আপ 31815/ডাউন 31816
শিয়ালদা-ব্যারাকপুর : আপ 31213/ডাউন 31214
শিয়ালদা-নৈহাটি : আপ 31471/ডাউন 31418, 31422
শিয়ালদা-রানাঘাট : আপ 31611, 31615/ডাউন 31612, 31614
বজবজ-শিয়ালদা : আপ 34121
যে সমস্ত মেল/এক্সপ্রেস ট্রেনের রি-শিডিউল করা হয়েছে তার তালিকা এক নজরে :
13173 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 26 নভেম্বর সকাল 6টা 50-এর পরিবর্তে শিয়ালদা থেকে সকাল 7টা 35-এ ছাড়বে ৷
13113 হাজারদুয়ারি এক্সপ্রেস 26 নভেম্বর কলকাতা থেকে সকাল 6টা 50-এর পরিবর্তে সকাল 8টা 20-তে ছাড়বে ৷
এছাড়া 31051 বজবজ-নৈহাটি, নৈহাটির পরিবর্তে শিয়ালদা দক্ষিণে যাত্রা শেষ করবে । পাশাপাশি 31052 নৈহাটি- বজবজ 26 নভেম্বর বজবজের পরিবর্তে শিয়ালদাতে যাত্রা শেষ করবে ।
আরও পড়ুন :