কলকাতা, 20 জুলাই: রাত পোহালেই একুশে জুলাই। পঞ্চায়েত নির্বাচনের পর এবছরের সমাবেশের গুরুত্বই আলাদা। ইতিমধ্যেই বহু জেলা থেকে কর্মী-সমর্থকদের ভিড় জমছে তিলোত্তমার বুকে। রাস্তায় গণপরিবহণের সংখ্যা কমেছে । ফলে নিত্যযাত্রী, অফিসযাত্রী, স্কুল পড়ুয়াদের বেশ সমস্যায় পড়তে হচ্ছে। তাই রাজনৈতিক দলের কর্মসূচির জন্য আরও একবার চিন্তায় পড়তে হল স্কুল কর্তৃপক্ষকে। সময়সূচিতে বদল আনা হচ্ছে।
কয়েকটি স্কুল অনেক আগেই এমনভাবে অ্যাকাডেমিক ক্যালেন্ডার তৈরি করেছিল যাতে 21 জুলাই শুক্রবার স্কুল ছুটি থাকে। আবার কয়েকটি স্কুল শুক্রবার স্কুল বন্ধ রাখলেও, অনলাইনে ক্লাস হবে বলে জানানো হয়েছে। শহর কলকাতার বেশ কিছু স্কুল আগামিকাল সম্পূর্ণভাবে ছুটি দিয়েছে। সেই দিনের বদলে অন্য একটি দিন তারা ক্লাস নেওয়ার পরিকল্পনা নিয়েছে। গোখেল মেমোরিয়াল স্কুল শুক্রবার যেমন ছুটি ঘোষণা করেছে। তার বদলে শনিবার খোলা থাকবে স্কুল। 21 জুলাইয়ের কথা ভেবেই অ্যাকাডেমিক ক্যালেন্ডার তৈরি করেছিল স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলও।