পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অনিয়মের অভিযোগ, স্বাস্থ্যসাথী থেকে বাদ 142টি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান - Swasthya Sathi Scheme

Swasthya Sathi Scheme: সরকারি নিয়ম-নীতি না-মানার অভিযোগ ৷ স্বাস্থ্যসাথী প্রকল্প থেকে বাদ পড়ল 142টি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান ৷

swasthya sathi
স্বাস্থ্যসাথীর বাইরে 142টি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2023, 9:52 PM IST

Updated : Nov 30, 2023, 11:02 PM IST

কলকাতা, 30 নভেম্বর:এবার স্বাস্থ্যসাথী নিয়ে আরও কড়া পদক্ষেপ নিল স্বাস্থভবন । স্বাস্থ্যসাথীর আওতা থেকে বাদ দেওয়া হল 142টি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে । স্বাস্থ্যসাথীকে ঘিরে সরকারি নিয়ম-নীতি না মানার অভিযোগ ছিল ভুরি ভুরি ৷ এবার তার বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নিল স্বাস্থ্যভবন । যার ফলে এই নয়া সিদ্ধান্ত ৷ জানা গিয়েছে, 142টি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে ছাড়াও আরও তিনটে স্বাস্থ্য প্রতিষ্ঠানকে সাসপেন্ড করেছে স্বাস্থ্য দফতর ৷ তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে । অন্যদিকে চারটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে রোগী ভরতি করতে বারণ করা হয়েছে ।

শহর কলকাতার পাশাপাশি জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রও এই 142টির তালিকায় রয়েছে । এছাড়াও স্বাস্থ্য দফতর স্বাস্থ্যসাথীকে ঘিরে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে । অন্য রাজ্যের রেজিস্ট্রেশন নম্বর নিয়ে এই রাজ্যের বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় রোগী দেখতে পারবেন না কোন চিকিৎসক । স্বাস্থ্যসাথী স্কিমের আওতায় রোগী দেখতে হলে, পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলে নিজের নাম নথিভুক্ত করতে হবে চিকিৎসকদের । এমনকী কোনও বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন নম্বর ছাড়া কোন চিকিৎসককে দিয়ে স্বাস্থ্যসাথী প্রকল্পে রোগীদের চিকিৎসা করাতে পারবে না ।

পাশাপাশি রাজ্যের সব চিকিৎসককে বাধ্যতামূলকভাবে স্বাস্থ্যসাথী পোর্টালে নিজের নাম নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর । কে, কোন হাসপাতালে সঙ্গে যুক্ত রয়েছেন তা জানিয়ে , আধার, প্যান, ডবলুবিএমসি রেজিস্ট্রেশন নম্বর-সহ 30 নভেম্বরের মধ্যে সব চিকিৎসককে স্বাস্থ্যসাথী পোর্টালে নিজের নাম নথিভুক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে । যদি কোনও হাসপাতাল এই নির্দেশিকা না মানে তবে তাদের বান বাদ পড়বে স্বাস্থ্যসাথী প্রকল্পে থেকে ।

আরও পড়ুন:

  1. বেসরকারি হাসপাতাল-নার্সিংহোমে স্বাস্থ্যসাথীর চিকিৎসা নিয়ে আরও কড়া পদক্ষেপ স্বাস্থ্য ভবনের
  2. স্বাস্থ্যসাথী কার্ড ঘিরে নতুন নির্দেশিকা স্বাস্থ্যভবনের
  3. স্বাস্থ্যসাথী কার্ডে ভরতি রোগীর থেকে 20 হাজার টাকা না-পেয়ে মাঝপথে অস্ত্রোপচার বন্ধ করল নার্সিংহোম
Last Updated : Nov 30, 2023, 11:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details