কলকাতা, 12 অক্টোবর: ঘণ্টাখানেক বৃষ্টি । তাতেই জলের তলায় কলকাতার বেশ কিছু এলাকা । হাতিবাগান, বিধান সরণি, মানিকতলা, কলেজ স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ-সহ বহু এলাকা (Many places in Kolkata Heavily Waterlogged) জলমগ্ন ।
পুজোর সময় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও জল জমেনি । তবে এদিনের বৃষ্টিতে ভাসল রাজপথ । কোথাও 87 মিলিমিটার, কোথাও 66 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে । এদিন বৃষ্টির জেরে যানবাহনের গতি সাময়িক সময়ের জন্য শ্লথ হয়ে যায় । পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, তপসিয়ায় দীর্ঘ সময় জল জমে থাকে । বিধান সরণি, শ্যামবাজারের বেশকিছু দোকানে জল ঢুকে গিয়েছে । ফুটপাত জলের নীচে থাকায় হকারদের সমস্যায় পড়তে হয় (Many places in Kolkata Heavily Waterlogged) ।