কলকাতা, 4 এপ্রিল : নিজ়ামউদ্দিনের বিষয়টা সামনে আসার পর থেকেই দেশে উদ্বেগ ছড়িয়েছে । একের পর এক রাজ্যে নিজ়ামউদ্দিনের তাবলিঘি জামাতে উপস্থিত থাকা মানুষকে চিহ্নিত করা হচ্ছে । সেই তালিকায় নাম জুড়েছে পশ্চিমবঙ্গেরও । নিজ়ামউদ্দিনে উপস্থিত থাকা 225 জনকে চিহ্নিত করল রাজ্য স্বাস্থ্য দপ্তর । তাঁদের আপাতত রাজারহাট কোয়ারানটাইনে পাঠানো হয়েছে ।
রাজ্যে নিজ়ামউদ্দিন যোগ, 225 জনকে পাঠানো হল কোয়ারানটাইনে
একের পর এক রাজ্যে নিজ়ামউদ্দিনের তাবলিগ জামাতে উপস্থিত থাকা মানুষকে চিহ্নিত করা হচ্ছে । এবার সেই তালিকায় নাম জুড়ল পশ্চিমবঙ্গেরও । নিজ়ামউদ্দিনে উপস্থিত থাকা 225 জনকে চিহ্নিত করল রাজ্য স্বাস্থ্য দপ্তর ।
নিজ়ামউদ্দিন যোগ রয়েছে এমন কোরোনা আক্রান্তের খোঁজ মেলায় এরাজ্যের প্রশাসনের কপালেও চিন্তার ভাঁজ পড়েছে । ইতিমধ্যে 225 জনকে চিহ্নিত করা হয়েছে । স্বাস্থ্য দপ্তর তরফে জানানো হয়েছে, মোটামুটি সবাইকেই চিহ্নিত করে ফেলা সম্ভব হয়েছে । তবে, প্রশাসন কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না । তাই এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে ।
স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, নিজ়ামউদ্দিনের তাবলিঘি জামাতে উপস্থিত ব্যক্তি ও তাঁদের সংস্পর্শ আসা প্রায় 9 হাজার জনকে কোয়ারানটাইনে পাঠানো হয়েছে । যার মধ্যে বিদেশি 1306 । আর 400 জন ইতিমধ্যেই সংক্রমিত । এরই মাঝে অনেকে নিজ়ামউদ্দিন থেকে ফিরে ধর্মপ্রচারের জন্য ছোটো ছোটো জনসমাগমে যোগ দিয়েছেন । আর সেই কারণে দেশে উদ্বেগ ক্রমশ বাড়ছে । কারণ, এর ফলে সংক্রমিতের সংখ্যা পরবর্তীকালে আরও বাড়ার আশঙ্কা থেকে যাচ্ছে । তবে, এই ধর্মপ্রচারের কাজে আসা ব্যক্তিদের সংস্পর্শে কারা এসেছেন তাঁদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে রাজ্যগুলি । সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও ।