পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বহু বিধায়ক ও পৌরসদস্য আমার সঙ্গে যোগাযোগ করছে : মুকুল

বহু বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ করছেন । জানালেন মুকুল রায় । পাশাপাশি কাঁচরাপাড়া পৌরসভার অনেকেই BJP-তে যোগ দেবেন বলে জানান তিনি ।

ফাইল ফোটো

By

Published : May 27, 2019, 10:50 PM IST

Updated : May 27, 2019, 11:22 PM IST

দমদম, 27 মে : "আমার সঙ্গে বহু বিধায়ক যোগযোগ করছে ।" আজ একথা বলেন BJP নেতা মুকুল রায় । পাশাপাশি তিনি জানান, কাঁচরাপাড়া পৌরসভার সদস্যরা BJP-তে যোগ দেবে ।

আজ দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন মুকুল রায় । সেখানে তাঁকে কাঁচরাপাড়া পৌরসভা থেকে কতজন BJP-তে যোগ দিচ্ছে জিজ্ঞাসা করা হয় । উত্তরে তিনি বলেন, "কাঁচরাপাড়া পৌরসভার পুরোটাই BJP-তে যোগ দেবে । তাছাড়া, হালিশহর, আদি সপ্তগ্রাম, নৈহাটি, ব্যারাকপুর, মেখলিগঞ্জ, মাথাভাঙা, দমদম সহ বহু বোর্ডের সদস্যরা যোগাযোগ করছে । শুধু তাই নয় বিধায়করাও যোগাযোগ করছে । এ তো সবে শুরু । এখনও তো শেষ হয়নি । এখন এটা চলতেই থাকবে ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

শুভ্রাংশুর BJP-তে যোগ দেওয়া নিয়ে মুকুল বাবু বলেন, "শুভ্রাংশু বিচক্ষণ । তাই ও দিল্লি গিয়ে বিভিন্ন জায়গায় কথা বলতেই পারে । কোনও রাজনৈতিক কারণে আমার সঙ্গে যাচ্ছে না । বাবার সঙ্গে তো ছেলে যেতেই পারে । বাবার সঙ্গে ছেলে যাবে না তো কে যাবে ?"

শুক্রবার (25 মে) মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে বৈঠক করেন । সেখানে তিনি বলেন, "যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো ।" সেবিষয়ে আজ মুকুলকে জিজ্ঞাসা করা হয় । তিনি বলেন, "উনি একথা বলেছেন ঠিক । কিন্তু তার আগে বলেছেন উনি মুসলিম তোষণ করেন । হাজারবার ইফতারে যাব । তার মানে উনি সংখ্যালঘুদের গোরুর সঙ্গে তুলনা করছেন । উনি সংখ্যালঘুদের কাছ থেকে ভোট পান । তাই তাদের লাথি খাওয়ার জন্যও উনি তৈরি ।"

Last Updated : May 27, 2019, 11:22 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details