পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

East Bengal : ইস্তফা রবি ফাওলারের, এসসি ইস্টবেঙ্গলের নতুন কোচ ম্যানুয়েল ডিয়াজ় - ইস্টবেঙ্গল

সময় শেষ হওয়ার আগে হঠাৎই চুক্তি বিচ্ছেদ ৷ ইস্টবেঙ্গলের কোচ থেকে সরে দাঁড়ালেন রবি ফাওলার তাঁর সহকারী টনি গ্রান্ট ৷ পরিবর্তে নতুন কোচের দায়িত্বে এলেন ম্যানুয়েল ডিয়াজ় ৷

East Bengal
East Bengal

By

Published : Sep 8, 2021, 7:52 PM IST

Updated : Sep 8, 2021, 8:55 PM IST

কলকাতা, 8 সেপ্টেম্বর : এসসি ইস্টবেঙ্গলের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন রবি ফাওলার । তার বদলে নতুন কোচ হলেন ম্যানুয়েল ডিয়াজ় । আসন্ন আইএসএল মরসুমে তিনিই লাল-হলুদ ডাগ আউটে দায়িত্ব সামলাবেন ।

রিয়াল মাদ্রিদের পরিকাঠামোতে কুড়ি বছরের বেশি সময় কাজ করা ছাড়াও বিপুল অভিজ্ঞতা রয়েছে তাঁর । ফুটবল সার্কিটে 'মানালো' নামে জনপ্রিয় ম্যানুয়েল ডিয়াজ়ের বয়স 53 । 328টি ম্যাচে রিয়াল মাদ্রিদে ডাগ আউটে কাজ করার অভিজ্ঞতা রয়েছে । সাফল্যের হার 41.77 শতাংশ ।

এসসি ইস্টবেঙ্গলের কোচের দায়িত্ব নেওয়ার পরে তিনি বলেন,"মাদ্রিদে আমরা বলতাম জয়ের অভ্যাস আমাদের ডিএনএতে রয়েছে । চাপ এবং প্রত্যাশা বড় ক্লাবের কোচিংয়ে থাকে ।"

প্রায় একই সঙ্গে এই স্প্যানিশ কোচ যোগ করেছেন, "হাতে সময় কম । সামনের রাস্তা কঠিন । কিন্তু আমরা এসসি ইস্টবেঙ্গলের সমর্থকদের জন্য সেরাটা নিংড়ে দেব । যাতে পারফরম্যান্স ভাল হয় ।"

আরও পড়ুন :East Bengal : স্বদেশীদের নিয়ে দল গোছাচ্ছে এসসি ইস্টবেঙ্গল, চমক বিদেশি নির্বাচনেও

ভারতীয় ফুটবলারদের দলে নেওয়ার কাজটি এসসি ইস্টবেঙ্গলের রিক্রুটাররা দারুণভাবে করেন । মাত্র পাঁচ দিনের মধ্যে ভালমানের ভারতীয় ফুটবলার দলে নিয়েছেন তাঁরা । এই অবস্থায় ভাল বিদেশি ফুটবলার নেওয়ার জন্য এসসি ইস্টবেঙ্গল নির্ভর করে রবি ফাওলারের উপর । দুই বছরের চুক্তি ছিল ।বিশ্বকাপার, লিভারপুলের কিংবদন্তি গত মরসুমে এসসি ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়ে ইংল্যান্ডের প্রাক্তনী ফাওলার লাল হলুদের কোচ হিসেবে মন্দের ভাল পারফরম্যান্স উপহার দিয়েছিলেন ।

এই অবস্থায় নতুন মরসুমে ছয় সপ্তাহের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে এসসি ইস্টবেঙ্গলের ভাল পারফরম্যান্সের কথা বলছিলেন । কিন্তু হঠাৎ করেই এসসি ইস্টবেঙ্গলের তরফে জানানো হয় ফাওলার চুক্তি বিচ্ছেদ করে সরে দাঁড়াচ্ছেন । তাঁর সহকারী টনি গ্রান্ট একই সঙ্গে ফাওলারের পথ অনুসরণ করেছেন । ক্লাব এবং কোচের এই বিচ্ছেদ লাল হলুদ জনতার কাছে বিস্ময় এবং একই সঙ্গে ধাক্কা ।

আরও পড়ুন :East Bengal : ফুটবলারদের নিয়ে খোঁজখবর শুরু, দল গঠনে তৎপরতা ইস্টবেঙ্গলে

Last Updated : Sep 8, 2021, 8:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details