কলকাতা, 1 অগাস্ট : নির্বাচনের পর থেকে চারবার বদল হয়েছে ব্যারাকপুরের পুলিশ কমিশনার । কিছুতেই যেন শান্তি ফিরছে না সেখানে । মাঝের সময়টায় রোজই বোমা-গুলি আর রক্তের ধারাপাত । তখনই সিদ্ধান্তটা নেয় স্বরাষ্ট্রমন্ত্রক । ব্যারাকপুর পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হয় “টাফ" অফিসার হিসেবে পরিচিত মনোজ ভার্মাকে । এর আগে পাহাড়ে শান্তি ফেরানোয় যার ভূমিকা ছিল অনেকটাই ।
সেরা পুলিশের তালিকায় ঠাঁই ভাটপাড়ায় "শান্তি" ফেরানো মনোজ ভার্মার - mamatabnerjee
গত কয়েক বছর ধরে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে পুলিশ কর্তাদের পুরস্কৃত করেন মুখ্যমন্ত্রী । পুলিশ মেডেল ছাড়াও রাজ্য সরকার পুলিশ অফিসারদের জন্য এই সম্মান চালু করেছে । গতকাল এবছরের পুরস্কার প্রাপকদের নাম প্রকাশ করল স্বরাষ্ট্রমন্ত্রক । পুরস্কৃত করা হচ্ছে মনোজ ভার্মাকে ৷ তাঁর কড়া নজরদারিতেই ধীরে ধীরে ছন্দে ফিরছে ভাটপাড়া ।
দায়িত্ব পাওয়ার পর এই মনোজ ভার্মা একেবারে সশরীরে শুরু করে দেন কাজ । RAF, কমব্যাটের সঙ্গে নিজেই বেড়িয়ে পড়েন টহলদারিতে । ভাটপাড়ায় শান্তি ফেরাতে বন্ধ করে দেন কংগ্রেস-CPI(M)-এর মিছিল । এমন কী, ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিকের মত মন্ত্রীদেরও রাজনৈতিক কর্মসূচিতে ভাটপাড়া যাওয়া নিষিদ্ধ করে দেন । আর তাতে ফল মিলেছে অনেকটাই । ধীরে ধীরে ছন্দে ফিরছে ভাটপাড়া । এবার তারই পুরস্কার পেতে চলেছেন মনোজ । আগামী ১৫ অগাস্ট অসাধারণ কাজের স্বীকৃতি হিসেবে সেরা পুলিশের সম্মান পাবেন তিনি । সম্মান তুলে দেবেন খোদ মুখ্যমন্ত্রী ।
গত কয়েক বছর ধরে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে পুলিশ কর্তাদের পুরস্কৃত করেন মুখ্যমন্ত্রী । পুলিশ মেডেল ছাড়াও রাজ্য সরকার পুলিশ অফিসারদের জন্য এই সম্মান চালু করেছে । মূলত অসাধারণ এবং প্রশংসামূলক কাজের জন্য পুলিশ অফিসারদের পুরস্কৃত করা হয় স্বাধীনতা দিবসের দিন । গতকাল এবছরের পুরস্কার প্রাপকদের নাম প্রকাশ করল স্বরাষ্ট্রমন্ত্রক । মনোজ ভার্মা ছাড়াও অসাধারণ কাজের জন্য পুরস্কার পেতে চলেছেন সঞ্জয় সিং এবং বিনিত গোয়েল । প্রশংসামূলক কাজের জন্য পুরস্কৃত করা হচ্ছে 5 IPS-কে । তাঁদের তিনজনই কলকাতা পুলিশে কর্মরত । এই তিনজন হলেন ডিসি ট্র্যাফিক সন্তোষ পান্ডে, DC ESD দেবস্মিতা দাস, এবং DC সাউথ মিরাজ খালিদ । বাকি দু'জন হলেন সি সুধাকর এবং শ্যাম সিং ।