কলকাতা, 8 মে :পূর্ণ ক্রীড়ামন্ত্রী এবং তা আবার ক্রীড়াব্যাক্তিত্ব । মমতা বন্দ্যোপাধ্যায় তার তৃতীয়বারের মন্ত্রিসভা গঠন করতে গিয়ে ক্রীড়াদফতরকে কোনও বিভাগের সঙ্গে জুড়ে দিতে চাইছেন না । বদলে স্বাধীনভাবে কাজ করতে দিতে চান । সেই কাজটি সপে দিতে চাইছেন কোনও ক্রীড়া ব্যক্তিত্বের ওপর । সেক্ষেত্রে তাঁর পছন্দ প্রথমবার নির্বাচিত হয়ে আসা দুই ক্রীড়াব্যক্তিত্ব মনোজ তিওয়ারি এবং বিদেশ বসু ।
দুজনেই খেলাধূলার জগতের লোক । যদিও এই পদক্ষেপ কোনও দিন এই রাজ্যে হয়নি । ক্রীড়ামন্ত্রীর পূর্ণ দায়িত্ব এবং তা খেলোয়াড়ের হাতে । তাই প্রস্তাবটি আগ্রহ বাড়ালেও যদি-কিন্তু রয়েই গিয়েছে ।
বিদেশ বসু দীর্ঘদিন মাঠ থেকে অবসর নিয়েছেন । উলুবেড়িয়া থেকে নির্বাচিত স্বল্পভাষী মানুষটি দীর্ঘদিন ধরে শাসক দলের সঙ্গে যুক্ত । বন্ধু ফুটবলার মানস ভট্টাচার্যের সঙ্গে উদ্বাস্তু হস্তশিল্প দফতর চালান ।
বালিগঞ্জ ফাড়ির কাছের অফিসে বসে রাজ্য সরকারের জয়ী ফুটবল প্রস্তুত করার প্রজেক্টটি দেখেন । এহেন মানুষটি ক্রীড়ামন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন । রয়েছেন মনোজ তিওয়ারিও । শিবপুর কেন্দ্র থেকে দাড়িয়ে নির্বাচিত । চিকিৎসক রথীন্দ্রনাথ চক্রবর্তীকে পরাজিত করেছেন বাংলা দলের প্রাক্তন অধিনায়ক । তবে ব্যাট তুলে রাখার কথা ঘোষণা করেননি । চোটের কারনে এই মরসুমে মাঠে নামেননি । যা পরিস্থিতি অবসর ঘোষণা সময়ের অপেক্ষা । মনোজ বলছেন দিদি তাঁকে দায়িত্ব দিলে তিনি পিছিয়ে যাবেন না । রাজনীতির নতুন বাইশগজে সমস্ত "কাটা" সামলে মনোজ সফল । তাছাড়া লক্ষীরতন শুক্লা অভিমান করে সরে দাড়ানোর পরে সেই জায়গায় মনোজ যোগ্য মুখ বলে মনে করছেন অনেকে । এই অবস্থায় তিনিও মন্ত্রীর দৌড়ে ।