পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কলকাতায় ধৃত মণিপুরি মাদক কারবারি, উদ্ধার 58 হাজার ইয়াবা - উদ্ধার 58 হাজার ইয়াবা ট্যাবলেট

গতকাল বিকেলে তারাতলা পরিবহন ডিপোর সামনে থেকে গ্রেপ্তার করা হয় মাদকচক্রের ওই অন্যতম পাণ্ডাকে । তার কাছে উদ্ধার হয়েছে 58 হাজার ইয়াবা ট্যাবলেট ।

গ্রেপ্তার মণিপুরী মাদক কারবারী

By

Published : Nov 14, 2019, 5:15 PM IST

কলকাতা, 14 নভেম্বর : আগেই গ্রেপ্তার করা হয়েছিল উত্তর 24 পরগনার এক মাদকচক্রীকে । খোঁজ চলছিল পুরো চক্রের । অবশেষে এল সাফল্য । স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা জানতে পারেন, মাদক চক্রের জাল মণিপুর পর্যন্ত বিস্তৃত । উত্তর 24 পরগনার ওই মাদক কারবারি ইয়াবা পেয়েছিল মণিপুরি মাদক কারবারির কাছ থেকেই । গতকাল বিকেলে তারাতলা পরিবহন ডিপোর সামনে থেকে গ্রেপ্তার করা হল মাদকচক্রের ওই অন্যতম পাণ্ডাকে । তার কাছে উদ্ধার হয়েছে 58 হাজার ইয়াবা ট্যাবলেট ।

7 নভেম্বর সকাল দশটা নাগাদ একটি গাড়িতে তল্লাশি চালায় পুলিশ । নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে মাদুরদহ-চৌবাগা রোডে থামানো হয় গাড়িটি । সেই সময় গাড়িতে ছিল উত্তর 24 পরগনার তিনজন মাদক পাচারকারী । তাদের নাম মেহের আলি, সিরাজুল শেখ এবং ইন্দ্রজিৎ দাস । ইন্দ্রজিৎ গাড়ি চালাচ্ছিল । পুলিশ সূত্রে খবর, এই চক্রটির মাথা মেহের আলি । প্রথমে তাদের আটক করে পুলিশ । গাড়িতে তল্লাশি চালিয়ে 50 টি ইয়াবার প্যাকেট পাওয়া যায় ৷

অনেকদিন ধরেই এই মাদকচক্রের পাণ্ডার খোঁজ চালাচ্ছিল পুলিশ । জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল মেহেরকে । সেই সূত্রেই কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স খোঁজ পায় নং ইয়েমাম রিয়াজউদ্দিনের । বাড়ি মণিপুরের ইম্ফলের ওয়াংওই থানা এলাকায় । গতকাল বিকালে বিশেষ সূত্রে খবর পেয়ে তারাতলা ট্রান্সপোর্ট ডিপোর সামনে থেকে গ্রেপ্তার করা হয় তাকে । তার কাছে উদ্ধার হয় 60 লাখ টাকা মূল্যের মাদক ।

উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট

ইয়াবার উৎপত্তিস্থল থাইল্যান্ড । বাংলাদেশের বহু যুবকের এই ট্যাবলেটের নেশা রয়েছে । থাইল্যান্ড থেকে কলকাতাতেও আসছে এই মাদক । ব্যবহার হচ্ছে পার্টি ড্রাগ হিসেবে । পুলিশ জানাচ্ছে, এই ট্যাবলেট মূলত তৈরি করা হয় মেথঅ্যাম্ফিটামিন এবং ক্যাফেইনের মিশ্রণে । ইদানিং নাকি এর সঙ্গে মেশানো হচ্ছে হেরোইনও । মূলত এটি ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হয় । কখনও আবার এটি ব্রাউন সুগার কিংবা হেরোইনের সঙ্গেও নিচ্ছে মাদকাসক্তরা । থাইল্যান্ডের পাশাপাশি ইয়াবা ব্যাপক পরিমাণে ব্যবহার হচ্ছে মায়ানমারেও । সাম্প্রতিক কয়েকটি ঘটনা থেকে জানা যাচ্ছে, মায়ানমার থেকে উত্তর-পূর্বের রাজ্যগুলি দিয়ে কলকাতায় আসছে পার্টি ড্রাগ । কখনও তা ব্যবহার করা হচ্ছে এই শহরে । কখনও আবার চলে যাচ্ছে বাংলাদেশে । এই চক্রটি কী উদ্দেশ্যে ইয়াবা কলকাতা নিয়ে এসেছিল তা খতিয়ে দেখছে স্পেশাল টাস্ক ফোর্স ।

ABOUT THE AUTHOR

...view details