কলকাতা, 6 মার্চ: 14 দিন জেল হেফাজতে থাকার পরও জামিন চাইলেন না মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) স্ত্রী শতরূপা ও পুত্র সৌভিক । এদিন ইডির তরফে নতুন করে তাঁদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়নি ৷ তবে ইডি মামলা শুনানির জন্য বেশ কিছুদিন সময় চেয়েছে । কিন্তু মানিক ভট্টাচার্যের স্ত্রী ও পুত্র জামিনের আবেদনই জানালেন না সোমবার ।
22 ফেব্রুয়ারি প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় গ্রেফতার করা হয় মানিকের স্ত্রী এবং পুত্রকে । ব্যাঙ্কশাল আদালতে (Bankshall Court) তাঁরা আত্মসমর্পণ করেছিলেন । নগরদায়রা আদালত তাঁদের জেল হেফাজতের নির্দেশ দেয় ৷ এরপর আদালত চত্বরেই তাঁদের গ্রেফতার করা হয় । শতরূপাকে আলিপুরের মহিলা জেলে এবং সৌভিককে প্রেসিডেন্সি জেলে রাখা হয়েছিল ৷ যেখানে মানিক ভট্টাচার্যকেও রাখা হয়েছে । 14 দিনের জেল হেফাজতের পর এদিন ছিল তাঁদের মামলার শুনানি । সেখানেই তাঁদের আইনজীবী জানিয়ে দেন, মক্কেল আপাতত জামিনের কোনও আবেদন করছেন না ।