কলকাতা, 7 জানুয়ারি: শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে যাওয়ার পথে আহত হলেন মানিক ভট্টাচার্য ৷ তাঁর মুখে আঘাত লেগেছে বলে জানা গিয়েছে ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিককে মঙ্গলবার যখন ব্যাঙ্কশাল আদালত থেকে বের করে প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে যাচ্ছিল পুলিশ সেই সময়ে এই দুর্ঘটনা ঘটে ৷ জানা গিয়েছে, প্রিজন ভ্যানের সামনে থাকা একটি বেসরকারি বাস আচমকাই ব্রেক কষা ফলে কলকাতা পুলিশের প্রিজন ভ্যানটি সজোরে বাসের পিছনে ধাক্কা মারে । এই সংঘর্ষের জেরেই আহত হন মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) ৷
মঙ্গলবার বিকেলের এই দুর্ঘটনার কিছুক্ষণ আগেই ব্যাঙ্কশাল আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মানিক ভট্টাচার্য ৷ ক্ষোভ প্রকাশ করে তিনি জানিয়েছিলেন, তাঁর লন্ডনে বাড়ি নেই ৷ যদি তা থেকে থাকে তবে তাঁকে ফাঁসি দেওয়া হোক ৷ পুলিশ সূত্রে খবর, এদিন প্রেসিডেন্সি সংশোধনাগারে যাওয়ার পথে প্রিজন ভ্যানের মধ্যে একেবারে পিছনের সিটে বসেছিলেন মানিক ভট্টাচার্য । প্রিজন ভ্যানের সামনে থাকা একটি বেসরকারি বাসটি আচমকা ব্রেক কষে ৷ ফলে তার পিছনে থাকা কলকাতা পুলিশের ভ্যানটি ব্রেক কষার সময় না পেয়ে সজোরে ধাক্কা মারে ওই বাসের পিছনে ৷