কলকাতা, 13 ডিসেম্বর: বুকে ব্যথা, তাই এসএসকেএম হাসপাতালে এসেছিলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হওয়া প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য ৷ কিন্তু, হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারালেন তিনি ৷ সাংবাদিকরা সেখানে কী করছেন ? তাঁদের তৈরি করা চাপে তিনি আবারও অসুস্থ হয়ে যেতে পারেন ৷ এমনই মন্তব্য করলেন বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে থাকা মানিক ৷
উল্লেখ্য, এ দিন বুকে ব্যথার জন্য হাসপাতালে ডাক্তার দেখাতে এসে সুপারের ঘরে যান মানিকবাবু ৷ একজন বিচারাধীন বন্দি হয়ে তিনি সুপারের ঘরে কেন গেলেন ? কী দরকার ছিল তাঁর ? এই প্রশ্নে শুনেই ক্ষিপ্ত হয়ে ওঠেন মানিক ৷ পালটা সাংবাদিকদের বিরুদ্ধে তাঁর উপর চাপ তৈরির অভিযোগ করলেন তিনি ৷ আর এর জন্য তাঁকে ফের চিকিৎসকের কাছে যেতে হতে পারে বলে মন্তব্য করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ৷
জানা গিয়েছে, আবহাওয়া পরিবর্তনের ফলে আচমকাই বুকে ব্যথা অনুভব করেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হওয়া মানিক ভট্টাচার্য ৷ তাই বুধবার তিনি এসএসকেএম হাসপাতালে আসেন ৷ সেখানে কার্ডিয়োলজি বিভাগের চিকিৎসকদের পরামর্শ নেন ৷ কিন্তু, হঠাৎই এসএসকেএম হাসপাতালের সুপারের ঘরে চলে যান তিনি ৷ কেন তিনি হাসপাতালে এসেছিলেন ? সেই প্রশ্নে মানিক জবাব দেন, কেন হাসপাতালে এসেছি; তা বলতে আপনাদের বাধ্য নই ৷ আমার বুকে ব্যথা হচ্ছিল ৷ তাই জন্য ডাক্তার দেখাতে হাসপাতালে এসেছি ৷ আমি হাসপাতালে আসতেই পারি ৷ আর আপনারা এভাবে আমাকে যদি জিজ্ঞাসা করেন ও আটকান তাহলে আমি আরও অসুস্থ হয়ে যাব ৷ আবার আমাকে ডাক্তার দেখাতে হবে ৷ তারপর এখান থেকে বাড়ি যেতে হবে ৷ বাড়ি মানে আজকাল যেখানে থাকি, অর্থাৎ জেল ৷’’
মানিক ভট্টাচার্যকে কার্ডিয়োলজি বিভাগ থেকে এসএসকেএম হাসপাতালের প্রশাসনিক ভবনে যেতে দেখা যায় ৷ সেখানে সাংবাদিকরা তাঁকে জিজ্ঞাসা করে, তিনি একটি মামলায় ইতিমধ্যেই অভিযুক্ত ৷ ফলে কীভাবে এসএসকেএম হাসপাতালের প্রশাসনিক বিভাগে যেতে পারলেন ? উত্তরে মানিক বলেন, ‘‘আমি কোথায়, কীভাবে যাব ? তার উত্তর আপনাকে দেব না ৷’’ এরপরেই পুলিশ দ্রুত তাঁকে গাড়িতে তুলে সংশোধনাগারের উদ্দেশ্যে রওনা দেয় ৷
আরও পড়ুন:
- এসএসকেএম হাসপাতালের আইসিসিইউ থেকে কার্ডিওলজির কেবিনে 'কালীঘাটের কাকু'
- কেমন আছেন কালীঘাটের কাকু? এসএসকেএমে বসল মেডিক্যাল বোর্ডের বৈঠক
- 'কালীঘাটের কাকু'কে বাগে আনতে হেড কোয়ার্টারের সঙ্গে বৈঠক ইডির