পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Manas on Egra Blast: এগরা বিস্ফোরণ কাণ্ডের দায় বিজেপির ঘাড়েই চাপালেন মানস - অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ

গত সপ্তাহে পূর্ব মেদিনীপুরের এগরায় অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ হয় ৷ এই ঘটনায় বিজেপির ঘাড়েই দায় চাপালেন পরিবেশমন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া ৷

Manas on Egra Blast
Manas on Egra Blast

By

Published : May 22, 2023, 7:23 PM IST

এগরা বিস্ফোরণ কাণ্ডের দায় বিজেপির ঘাড়েই চাপালেন মানস

কলকাতা, 22 মে: এগরা বিস্ফোরণ কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি । এই পরিস্থিতিতে রাজ্যের বাজি কারখানা নিয়ে সোমবার পরিবেশমন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়াকে প্রশ্ন করা হলে তিনি ঘুরপথে বিজেপির ঘাড়েই দোষ চাপালেন ।

মানস ভুঁইয়ার কথায়, "অবৈধ বাজি কারখানা নিয়ে নজরদারি তো চলছেই । কিন্তু তারপরেও কোথাও কোথাও কারখানা আছে । টুকটাক কোথাও অবৈধ বাজি কারবার চলছে । এগরার ওই বাজি কারখানার 2020 সালে লাইসেন্স বাতিল করা হয়েছিল । কিন্তু তারপরেও সেখানে বাজি তৈরি চলছে । সেই এলাকার পঞ্চায়েতটা কার ? বিজেপির দখলে । সেই পঞ্চায়েতের প্রধান কে ? বিজেপির । এবার সেখানে যদি জোর করে কোনও কিছু বন্ধ করতে যাওয়া হয়, তখন লোকের পেটে ভাত গেল বলে রব তোলা হবে ।"

কেন অবৈধ বাজি কারখানা নিয়ে স্থানীয় লোকজন সচেতন হননি, সে বিষয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া । তাঁর কথায়, "অবৈধ বাজির কারবার রুখতে গোটা রাজ্যজুড়েই নজরদারি চলছে । গোটা রাজ্যের 10 কোটির বেশি মানুষ রয়েছে । রাজ্যে 38 হাজার 600 গ্রাম রয়েছে । 127টি মিউনিসিপ্যালিটি । ছ’টা কর্পোরেশন । তারপরেও তো নজরদারি চলছে করা হচ্ছে ।"

এরপরেও সচেতনতার অভাব উল্লেখ করে মন্ত্রী বলেন, "কেন অবৈধ বাজি কারখানা নিয়ে স্থানীয় লোকজন পদক্ষেপ করলেন না ? পুলিশকে কেন জানালেন না ? তারা তো নিজেরাও পদক্ষেপ নিতে পারতেন । ঘটনা ঘটার পর রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশে আমি ও আমার সহকর্মীরা ঘটনাস্থলে গিয়েছি । পুলিশ পদক্ষেপ গ্রহণ করেছে । গ্রেফতার হয়েছে । সরকার যে কাজ করছে না, তা কিন্তু বলতে পারবেন না ।"

ফলে অযথা সরকারকে দোষারোপ করা উচিত নয় বলে মনে করেন তৃণমূল বিধায়ক মানসরঞ্জন ভুঁইয়া । অবৈধ শব্দবাজি রোখার পাশাপাশি রাজ্যের পরিবেশ দফতর সবুজ বাজি তৈরিতেও যে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে, সেই বিষয়ে উল্লেখ করেন মন্ত্রী । ইতিমধ্যে সবুজ বাজি তৈরিতে দক্ষিণ 24 পরগনায় ক্লাস্টার পদ্ধতিতে নির্মাণ কাজ শুরু হয়েছে । বাজি প্রস্তুতকারকদের আবেদনের ভিত্তিতে ইতিমধ্যে সাতজনকে লাইসেন্স দেওয়া হয়েছে সবুজ বাজি তৈরির জন্য । এবং আবারও স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সমস্ত দফতরকে অবৈধ বাজি রুখকে সচেতন করা হবে বলেও জানান মন্ত্রী ।

আরও পড়ুন:এগরা বিস্ফোরণ-কাণ্ডে ভানু বাগের ছেলের 10 দিনের সিআইডি হেফাজত

ABOUT THE AUTHOR

...view details