কলকাতা, 3 ডিসেম্বর: কেরিয়ারের শুরুতেই তাঁকে নানারকম সামাজিক বাধা পেরোতে হয়েছে। এখন তিনি সফল, প্রতিষ্ঠিত । তবে নানা সময়ে নানা কটাক্ষ এখনও ধেয়ে আসে তাঁর দিকে। তবে এবার আর চুপ থাকতে পারলেন না মানবী বন্দ্যোপাধ্যায় ৷ সাম্প্রতিক সময়ে যে অনাকাঙ্খিত ঘটনার সাক্ষী হয়েছেন তিনি, তা শনিবার দুপুরে ফেসবুক পোস্টে তুলে ধরলেন কৃষ্ণনগর উইমেন্স কলেজের প্রাক্তন অধ্যক্ষা তথা দেশের প্রথম রূপান্তরকামী অধ্যক্ষ (Manabi Bandyopadhyay is India's First Transgender Principal) ।
লাগাতার মহিলাদের অর্ধনগ্ন ছবি পাঠিয়ে সঙ্গমের প্রস্তাব দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এমনকী ফোন কলও করা হচ্ছে। যে নম্বরগুলি থেকে ফোন আসছে সেগুলো ব্লক করলেও নতুন নম্বর থেকে ফোন করা হচ্ছে তাঁকে, এমনটাই জানিয়েছেন মানবী। নিজের সমস্যার পাশাপাশি এ ধরনের ঘটনায় যুব সম্প্রদায়ের যে ব্যাপক ক্ষতি হতে পারে, সে আশঙ্কাও করেছেন তিনি। তাই এ ধরনের ঘটনা থেকে মুক্তির উপায় জানতে এদিন ফেসবুক পোস্ট করেন মানবী (Manabi Bandyopadhyay Wants Help on social media) ।
আরও পড়ুন:রূপান্তরকামীদের অধিকার রক্ষায় বড় পদক্ষেপ রাজ্যের
ফেসবুকে ঠিক কী লিখেছেন তিনি? শনিবার দুপুর 1টা 10 নাগাদ ফেসবুকে তিনি লেখেন, "আমি খুব বিপদে পড়ে এই পোস্টটি করছি! যে ছবিটি আমি পোস্ট করেছি এরকম ছবি এবং তাদের সঙ্গে মিট করার আবেদন আমার ফোনে আসতেই থাকছে প্রায় একমাস ধরে ৷ আমি ব্লক করে করে ক্লান্ত ৷ কোন দেশে আমি বাস করি, কোন পৃথিবীতে আমি বাস করি যেখানে হাজারে হাজারে মহিলা তাদের নগ্ন শরীর নিয়ে টুইটারে সঙ্গম আবেদন জানাতেই থাকেন ৷"