রোমানিয়ার প্রতারকদের হয়ে অনলাইনে কেনা ATM স্কিমার রিসিভ করত দিল্লির এক ব্যবসায়ী - ATM প্রতারণা
গোয়েন্দা সূত্রে খবর, আজ দিল্লির মেহরৌলি থেকে গ্রেপ্তার করা হয়েছে মনোজ গুপ্তা নামে এক ব্যক্তিকে (40) । তার গাড়ির ব্যবসা রয়েছে । সে ATM স্কিমিংয়ের ঘটনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বলে মনে করছে পুলিশ । অনলাইনে আসা ATM স্কিমিং ডিভাইসগুলি রিসিভ করত সে । তারপর তা তুলে দিত প্রতারকদের হাতে । তার বিনিময়ে টাকা পেত সে ।
কলকাতা, 13 ডিসেম্বর : ATM স্কিমিং করে ব্যাঙ্ক গ্রাহকদের প্রতারণার তদন্তে নেমে বড় সাফল্য পেল পুলিশ । রোমানিয়ার যুবকের পর এবার গ্রেপ্তার করা হল এক ভারতীয়কে । দিল্লি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে আজ । তদন্তে এই ব্যক্তি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছে পুলিশ ।
গোয়েন্দা সূত্রে খবর, আজ দিল্লির মেহরৌলি থেকে গ্রেপ্তার করা হয়েছে মনোজ গুপ্তা নামে এক ব্যক্তিকে (40) । তার গাড়ির ব্যবসা রয়েছে । সে ATM স্কিমিংয়ের ঘটনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বলে মনে করছে পুলিশ । অনলাইনে আসা ATM স্কিমিং ডিভাইসগুলি রিসিভ করত সে । তারপর তা তুলে দিত প্রতারকদের হাতে । তার বিনিময়ে টাকা পেত সে ।
ETV ভারতে প্রকাশিত খবরে আগেই জানানো হয়েছিল যে, একটি অনলাইন শপিং সংস্থায় ঢালাও বিক্রি হচ্ছে চিনে তৈরি ATM স্কিমিং ডিভাইজ় । ভারতে বসে অর্ডার করেই ক্রেতারা সহজে পেয়ে যাচ্ছে এই ডিভাইস । কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে, এই সংস্থার ওয়েবসাইটে গিয়ে অর্ডার করলেই বাড়িতে বসে মিলছে ATM স্কিমিং করার প্রয়োজনীয় সমস্ত ডিভাইস । সেগুলি বিক্রি হচ্ছে মাত্র 730 টাকা থেকে শুরু করে 3650 টাকার মধ্যে । সেনজ়েন স্ট্রংগ্ট মডেল টেকনোলজি লিমিটেড নামে একটি সংস্থার তৈরি ওই ডিভাইসগুলি প্রায় 92 শতাংশ ক্ষেত্রে কার্যকরী বলে জানিয়েছেন গোয়েন্দারা ।
গোয়েন্দাদের অনুমান, সম্প্রতি কলকাতায় যে ATM গুলিতে স্কিমার ব্যবহার করা হয়েছিল, তা ওই সংস্থা থেকেই কেনা । রোমানিয়ার প্রতারকদের যেহেতু কোনও স্থায়ী ঠিকানা ছিল না, তাই মনোজ গুপ্তার ঠিকানায় ওই ডিভাইসগুলি আসত । মনোজ শুধু সিলভিউ ফ্লোরিন স্পিরিডনের গ্যাং-এর হয়ে কাজ করত না কি, অন্য গ্যাংগুলির সঙ্গেও জড়িত ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ । মনোজকে ট্রানজ়িট রিমান্ডে কলকাতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে ।