কলকাতা, 9 ফেব্রুয়ারি: গেস্ট হাউসে প্রথমে প্রেমিকাকে গলা টিপে খুন এবং পরে ঠান্ডা মাথায় সুইসাইড নোট লিখে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন যুবক। হাড়হিম করা এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিদেবপুর থানা এলাকায় । পুলিশ সূত্রের খবর, গেস্ট হাউজ কর্তৃপক্ষের তরফে থানায় প্রথমে যোগাযোগ করা হয় । পরে দরজা ভিতর থেকে বন্ধ থাকায় তা ভেঙে দু'টি দেহ উদ্ধার করেন তদন্তকারীরা । ইতিমধ্যেই ওই যুগলের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে (Man strangles girlfriend then kills self) ।
মৃত ওই যুগলের নাম রবীন্দ্র চৌরাসিয়া এবং সাগুপ্তা পারভীন । রবীন্দ্রর দেহ বিছানার সামনেই ঝুলন্ত অবস্থায় ছিল এবং সাগুপ্তার দেহ নিচে পড়েছিল বলে জানা গিয়েছে । সাগুপ্তার গলায় একটি কালশিটে দাগ পরিলক্ষিত করেন গোয়েন্দারা । প্রথম অবস্থায় ঘটনাস্থলে হরিদেবপুর থানার পুলিশ আসে এবং পরে খবর দেওয়া হয় কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দাদের । দেখে প্রাথমিকভাবে গোয়েন্দাদের অনুমান, প্রথমে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ওই যুবতীকে এবং পরে রবীন্দ্র চৌরাসিয়া নামে ওই যুবক সুইসাইড নোট লিখে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে ।