কলকাতা, 10 মে: আবারও অশান্তি মেটিয়াবুরুজে । কয়েক মুহূর্তের জন্য রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিল এলাকা । লকডাউন ভেঙে রাস্তায় বেরিয়ে পড়ে মানুষ । ইট বৃষ্টির ফলে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় রাজাবাগান লাগোয়া মেটিয়াবুরুজের আকরা রোড এবং গোলাম মোল্ল রোডের ক্রসিং । ঘটনায় এক ব্যক্তি গুরুতর আহত হয়ে SSKM হাসপাতালে চিকিৎসাধীন । অভিযোগ, ইটের আঘাতে তার একটি চোখ নষ্ট হয়ে গেছে । ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
গতকাল বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দুধ কিনতে রাস্তায় বের হন নওশাদ আলম । সেখানে দুধের দাম নিয়ে কয়েকজন দুধ বিক্রেতা অশান্তি করছিল । নওশাদকেও রীতিমতো হেনস্থা করা হয় বলে অভিযোগ । ঘটনার প্রতিবাদ করলে তার উপর চড়াও হয় মহঃ সৌদ, ইসাপিহান আলি মোল্লা, মেহেতাবুর রহমান, ইমরান সরকার, আবদুর রহিম মোল্লা, রাজেশ গাজি, রফিক মোল্লা সহ ন'জন । এমনটাই অভিযোগ এনেছেন নওশাদের স্ত্রী মাহের আফরোজ । তাঁর অভিযোগের ফলে অশান্তি ছড়িয়ে পড়ে এলাকায় চলে । শুরু হয় ইট বৃষ্টি । ঘটনায় গুরুতর আহত হন নওশাদ । রক্তাক্ত অবস্থায় তাঁকে বাড়ি ফিরিয়ে আনেন স্ত্রী মাহের আফরোজ ।
মেটিয়াবুরুজে অশান্তি; ইটের আঘাতে চোখ হারালেন ব্যক্তি, গ্রেপ্তার 2 - লকডাউন
গতকাল বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দুধ কিনতে রাস্তায় বের হন নওশাদ আলম । সেখানে দুধের দাম নিয়ে কয়েকজন দুধ বিক্রেতা অশান্তি করছিল । নওশাদকেও রীতিমতো হেনস্থা করা হয় বলে অভিযোগ ।
ফের মেটিয়াবুরুজ ইঁট বৃষ্টি
আপাতত নওশাদকে ভরতি করা হয়েছে SSKM হাসপাতালে । সেখানে আশঙ্কাজনক অবস্থায় তাঁর চিকিৎসা চলছে । ঘটনায় আজ পুলিশে অভিযোগ দায়ের করেছেন মাহের । সেই অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করে তদন্ত করছে পুলিশ । এখনও পর্যন্ত ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
Last Updated : May 10, 2020, 10:59 PM IST