কলকাতা, 16 অক্টোবর : রাস্তায় দেখতে পেলেই আসত কুপ্রস্তাব ৷ সোশাল মিডিয়াতেও রেহাই মেলেনি ৷ সেখানেও সমানে উত্যক্ত করা হচ্ছিল ৷ বাধ্য হয়েই পুলিশের দ্বারস্থ হন যুবতি ৷
যুবতিকে কুপ্রস্তাব-হুমকি, গ্রেপ্তার যুবক
রাস্তাতে দেখলেই চলত কুপ্রস্তাব ৷ সোশাল মিডিয়াতেও রেহাই ছিল না ৷ বাধ্য হয়ে থানায় অভিযোগ করেন যুবতি ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে যুবককে গ্রেপ্তার করে রিজেন্ট থানার পুলিশ ৷
ঘটনার শুরু 2014 সালে ৷ পূর্ব পুঁটিয়ারির দীনেশ পল্লির দীপক বাল্মীকির শ্রীরূপা রায়কে (নাম পরিবর্তিত) দেখেই ভালো লেগে যায় ৷ কিন্তু তার সঙ্গে কোনওরকম সম্পর্কে যেতে রাজি ছিলেন না বছর তেইশের শ্রীরূপা ৷ তবে হার মানতে নারাজ দীপক রাস্তাঘাটে শ্রীরূপাকে দেখতে পেলেই নানারকম মন্তব্য করতে শুরু করে ৷ ফোনেও চলে উত্যক্ত করা ৷ সোশাল মিডিয়াতেও চলে দীপকের কুপ্রস্তাব ৷ শ্রীরূপাকে দেওয়া হয় বিভিন্ন হুমকিও ৷
পাঁচ বছর ধরে সহ্য করার পর শেষ পর্যন্ত পুলিশের কাছে যায় শ্রীরূপা ৷ রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করেন তিনি ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ দীপককে গ্রেপ্তার করে ৷