কলকাতা, 27 নভেম্বর: শহরে পরপর কুপিয়ে খুনের ঘটনা সামনে আসায় ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে লালবাজার । চিৎপুর থেকে শুরু করে ময়দান ও চিংড়িঘাটার পর এবার ঘটনাস্থল কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকা । সোমবার সাত সকালে রাস্তায় এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল । মৃতের নাম শেখ ভোলা । পারিবারিক শত্রুতা থেকেই এই ঘটনা বলে দাবি করেছে লেদার কমপ্লেক্স থানা ।
ঘটনাস্থল থেকে শেখ ভোলাকে রক্তাক্ত অবস্থায় এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাচানো যায়নি ৷ চিকিৎসকরা জানিয়েছেন, দেহে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার ফলেই মৃত্যু হয়েছে । এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ শেখ জাকিব নামে এক ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছে । ঘটনার পর এলাকা ছেড়ে চম্পট দিয়েছে অভিযুক্ত । কলকাতা পুলিশের ডিসি(ইডি) আরিশ বিলাল ইটিভি ভারতকে জানিয়েছেন, তদন্ত চলছে, অভিযুক্তকে খুঁজছে পুলিশ।
এদিকে সকাল সাতটা নাগাদ একটি চায়ের দোকানের সামনে এই হত্যার ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে । জানা গিয়েছে, এদিন সকালে রোজকার মতো চায়ের দোকানে চা খেতে এসেছিল শেখ ভোলা । ঘটনাস্থলে আসে ভোলার ভাগ্নীর স্বামী শেখ জাকিব । পারিবারিক বচসার জেরে ভাগ্নী দীর্ঘদিন ধরে ভোলার বাড়িতে এসে থাকছিল । আর সেই নিয়েই তার স্বামী জাকিবের একটি পুরনো রাগ ছিল । চায়ের দোকানে হালকা কথা কাটাকাটি থেকে ভয়ঙ্কর বচসার শুরু হয় ।
প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে, কথা কাটাকাটি ক্রমেই হাতাহাতিতে পরিণত হয় ৷ এরপরই জাকিব পকেট থেকে একটি ধারালো ছুড়ি বের করে সরাসরি বসিয়ে দেয় ভোলার বুকে । রাস্তায় পড়ে গেলে সেখানেই তাকে পরপর ছুরির কোপ মারতে থাকে অভিযুক্ত । এরপরই এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে আসায় ভয় পেয়ে তড়িঘড়ি এলাকা ছেড়ে চম্পট দেয় জাকিব ।