কলকাতা, 19 মার্চ : প্রাণের তোয়াক্কা না করেই চিড়িয়াখানা বাঘের খাঁচায় বারবার ঢুকেছে সাধারণ মানুষ ৷ অনেকে প্রাণ হারিয়েছেন ৷ তবে তাতেও শিক্ষা নেয়নি অনেকেই ৷ ফের তার প্রামাণ পাওয়া গেল আলিপুর চিড়িয়াখানায় ৷ এবার সিংহের খাঁচায় ঢুকে পড়লেন এক ব্যক্তি ৷ যদিও সিংহের খাঁচায় ঢুকেও প্রাণে বেঁচে গিয়েছেন তিনি ৷ তবে গুরুতর আহত হয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের বাসিন্দা গৌতম গুছাইত নামে ওই ব্যক্তি ৷ তবে তিনি কীভাবে সিংহের খাঁচায় ঢুকলেন, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে ৷ আর এই ঘটনায় ফের প্রশ্নের মুখে আলিপুর চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা ৷
চিড়িয়াখানায় সিংহের খাঁচায় মত্ত ব্যক্তি - Alipore Zoo
আজ চিড়িয়াখানা ঘুরতে এসেছিলেন গৌতম গুছাইত ৷ কিন্তু নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে সিংহের খাঁচায় ঢুকে পড়েন ৷ বিষয়টি অন্য দর্শকদের নজরে এলে তাঁরা চিৎকার করে ওঠেন । এরপর চিড়িয়াখানা কর্তৃপক্ষের নজরে নিয়ে আসে বিষয়টি। ছুটে আসেন চিড়িয়াখানার কর্তব্যরত কর্মীরা । খাঁচায় ঢুকে আহত ব্যক্তিকে উদ্ধার করেন তাঁরা ।
![চিড়িয়াখানায় সিংহের খাঁচায় মত্ত ব্যক্তি চিড়িয়াখানায় সিংহের খাঁচায় মত্ত ব্যক্তি](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11072808-thumbnail-3x2-th.jpg)
জানা যাচ্ছে আজ চিড়িয়াখানা ঘুরতে এসেছিলেন তিনি ৷ কিন্তু নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে সিংহের খাঁচায় ঢুকে পড়েন ৷ তাঁর উপর আক্রমণ করে সিংহটি ৷ তাঁর ঘাড়ে ও কোমরে থাবা বসায় সিংহ ৷ বিষয়টি অন্য দর্শকদের নজরে এলে তাঁরা চিৎকার করে ওঠেন । এরপর চিড়িয়াখানা কর্তৃপক্ষের নজরে নিয়ে আসে বিষয়টি। ছুটে আসেন চিড়িয়াখানার কর্তব্যরত কর্মীরা । খাঁচায় ঢুকে সিংহের মুখ থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করেন তাঁরা । তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই তাঁর চিকিৎসা চলছে । তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে । তবে চিড়িয়াখানা সূত্রে খবর ওই ব্যক্তি মত্ত অবস্থায় ছিলেন ।
যদিও গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে চিড়িয়াখান কর্তৃপক্ষ ৷ খতিয়ে দেখা হচ্ছে কীভাবে ওই ব্যক্তি খাঁচার মধ্যে ঢুকলেন ৷ তবে এর আগেও আলিপুর চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে প্রাণ হারিয়েছেন কয়েকজন ৷