পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Man Dies Due to Rare Disease: বিরল রোগে আক্রান্ত হয়ে আর জি কর হাসপাতালে মৃত ব্যক্তি

বিরল রোগে আক্রান্ত হয়ে আর জি কর হাসপাতালে মৃত্যু হল এক ব্যক্তির (Man Dies Due to Rare Disease)৷ উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের বাসিন্দা 44 বছরের ওই ব্যক্তির নাম মৃণ্ময় রায় ।

Man dies due to a rare disease at RG Kar Hospital
বিরল রোগে আক্রান্ত হয়ে আর জি কর হাসপাতালে মৃত ব্যক্তি

By

Published : Oct 31, 2022, 7:11 PM IST

কলকাতা, 31 অক্টোবর: আর জি কর হাসপাতালে বিরল রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক রোগীর (Man Dies Due to Rare Disease)। 44 বছরের ওই ব্যক্তি উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের বাসিন্দা । শনিবার তাঁর মৃত্যু হয় আর জি কর হাসপাতালে । মৃতের নাম মৃণ্ময় রায় ।

হাসপাতাল সূত্রে খবর, কিছুদিন আগে ট্রেন থেকে পড়ে যান মৃণ্ময় রায় । তখন তিনি চোট পেয়েছিলেন বাঁ পায়ে । প্রথমে তাঁকে হাবড়া হাসপাতালে ভর্তি করা হয় । তবে ক্ষত আরও বেড়ে যাওয়ায় তাঁকে নিয়ে আসা হয় আর জি কর হাসপাতালে । 23 অক্টোবর তিনি ভর্তি হন হাসপাতালে ।

চিকিৎসকরা তাঁর শারীরিক বিভিন্ন পরীক্ষা করার পর জানান, তিনি একটি বিরল রোগে আক্রান্ত । চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই রোগকে বলা হয় নেক্রোটাইজিং ফ্যাসিয়াটিস । মূলত এটি একটি ব্যাকটেরিয়া জনিত অসুখ । যা শনাক্ত করা যায় একদম শেষ পর্যায়ে । যদি আগে জানা যেত, তবে ক্ষতর অংশটি বাদ দিয়ে চিকিৎসা করা যেত ওই রোগীর । তবে অনেকটাই দেরি হয়ে যাওয়ার কারণে তাঁকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা করা হয় । তবে সেখানেও শেষ রক্ষা হয়নি ।

আরও পড়ুন:শপিং মলে চকোলেট চুরির ভিডিয়ো ভাইরাল ! অপমানে 'আত্মঘাতী' ছাত্রী

আর জি কর হাসপাতালের চিকিৎসক হিমাংশু রায় জানান, "ট্রেন থেকে পড়ে গিয়ে বাঁ পায়ের পিছন দিকে লোহার রড ঢুকে গিয়েছিল ওই রোগীর । তখন থেকেই ইনফেকশন শুরু হয় । যখন আমরা রোগীকে পাই, তখনই তাঁর শ্বাসকষ্ট ছিল । ক্রিয়েটিনিন লেভেলটা বেশি ছিল । ভেন্টিলেটরে রাখা হয়েছিল । কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো গেল না । তবে একটি মাত্র ব্যাকটেরিয়ার আক্রমণে এই রোগ হয় না । একাধিক ব্যাকটেরিয়া সংঘবদ্ধ হয়ে আক্রমণ করে চামড়া ও পেশীর মাঝের স্তরে । দ্রুত রোগ ধরা পড়লে সংক্রমিত অংশ কেটে বাদ দিয়ে অনেক ক্ষেত্রে বাঁচানো যায় রোগীকে । কিন্তু এ ক্ষেত্রে সেই সময় পাওয়া যায়নি ।"

ABOUT THE AUTHOR

...view details