কলকাতা, 21 জুলাই: তৃণমূলের মেগা ইভেন্টের দিনই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে আগ্নেয়াস্ত্র-সহ যুবককে গ্রেফতার করল পুলিশ ৷ আর তারপরই উঠে এসেছে একাধিক প্রশ্ন ৷ কীভাবে নিরাপত্তার বেষ্টনী ভেঙে আগ্নেয়াস্ত্র-সহ যুবক পৌঁছে গেলেন সরাসরি মুখ্যমন্ত্রীর বাড়ির কাছাকাছি তা নিয়েও উঠছে প্রশ্ন ৷ যদিও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গয়েল জানান, যুবককে গ্রেফতার করা হয়েছে ৷ জিজ্ঞাসাবাদও করা হচ্ছে ৷ কী উদ্দেশে 21 জুলাইয়ের মতো গুরুত্বপূর্ণ দিনে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছাকাছি অস্ত্র নিয়ে সে পৌঁছতে পারলেন, তাও জানার চেষ্টা করছে পুলিশ ৷ একই সঙ্গে, ধৃত যুবকের কাছ থেকে অস্ত্র ছাড়াও আরও বেশ কিছু সন্দেহজনক নথি উদ্ধার হয়েছে বলেও জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার ৷
এদিন সকাল থেকেই কড়া নিরাপত্তায় কার্যত মুড়ে ফেলা হয়েছিল ধর্মতলা চত্বর। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকাতেও ছিল কড়া নিরাপত্তা ৷ মেগা ইভেন্টকে কেন্দ্র করে অবশ্য আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ ৷ দু'দিন আগে থেকেই মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী ৷ বিভিন্ন জায়গায় নজরদারির জন্য রয়েছে সাদা পোশাকের পুলিশও ৷ প্রায় সাড়ে 500 সিসিটিভি ক্যামেরা এবং ড্রোনেও নজরদারি চালানো হচ্ছিল কলকাতা পুলিশের পক্ষ থেকে ৷ তারপরও মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন উঠে গেল ৷ কীভাবে নিরাপত্তার কড়াকড়ির মধ্যেও এই নূর আলম নামে এই ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাড়ির গলি অর্থাৎ হরিশ মুখার্জি স্ট্রিটে ঢুকে গেলেন তা নিয়েই চিন্তার ভাঁজ পড়েছএ পুলিশের কপালে ৷