পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Armed Man Tries to Enter CM's House: মমতার বাড়ির সামনে সশস্ত্র যুবক, নূর আমিনের উদ্দেশ্য নিয়ে ধন্দে পুলিশ - Police interrogating arrested person

তৃণমূলের মেগা ইভেন্টের দিনই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে আগ্নেয়াস্ত্র-সহ যুবককে গ্রেফতার করল পুলিশ ৷ জিজ্ঞাসাবাদ করে তার উদ্দেশ্য সম্পর্কে বিশদে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷

Etv Bharat
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে সশস্ত্র যুবক

By

Published : Jul 21, 2023, 1:42 PM IST

Updated : Jul 21, 2023, 2:34 PM IST

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে সশস্ত্র যুবক

কলকাতা, 21 জুলাই: তৃণমূলের মেগা ইভেন্টের দিনই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে আগ্নেয়াস্ত্র-সহ যুবককে গ্রেফতার করল পুলিশ ৷ আর তারপরই উঠে এসেছে একাধিক প্রশ্ন ৷ কীভাবে নিরাপত্তার বেষ্টনী ভেঙে আগ্নেয়াস্ত্র-সহ যুবক পৌঁছে গেলেন সরাসরি মুখ্যমন্ত্রীর বাড়ির কাছাকাছি তা নিয়েও উঠছে প্রশ্ন ৷ যদিও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গয়েল জানান, যুবককে গ্রেফতার করা হয়েছে ৷ জিজ্ঞাসাবাদও করা হচ্ছে ৷ কী উদ্দেশে 21 জুলাইয়ের মতো গুরুত্বপূর্ণ দিনে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছাকাছি অস্ত্র নিয়ে সে পৌঁছতে পারলেন, তাও জানার চেষ্টা করছে পুলিশ ৷ একই সঙ্গে, ধৃত যুবকের কাছ থেকে অস্ত্র ছাড়াও আরও বেশ কিছু সন্দেহজনক নথি উদ্ধার হয়েছে বলেও জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার ৷

এদিন সকাল থেকেই কড়া নিরাপত্তায় কার্যত মুড়ে ফেলা হয়েছিল ধর্মতলা চত্বর। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকাতেও ছিল কড়া নিরাপত্তা ৷ মেগা ইভেন্টকে কেন্দ্র করে অবশ্য আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ ৷ দু'দিন আগে থেকেই মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী ৷ বিভিন্ন জায়গায় নজরদারির জন্য রয়েছে সাদা পোশাকের পুলিশও ৷ প্রায় সাড়ে 500 সিসিটিভি ক্যামেরা এবং ড্রোনেও নজরদারি চালানো হচ্ছিল কলকাতা পুলিশের পক্ষ থেকে ৷ তারপরও মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন উঠে গেল ৷ কীভাবে নিরাপত্তার কড়াকড়ির মধ্যেও এই নূর আলম নামে এই ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাড়ির গলি অর্থাৎ হরিশ মুখার্জি স্ট্রিটে ঢুকে গেলেন তা নিয়েই চিন্তার ভাঁজ পড়েছএ পুলিশের কপালে ৷

আরও পড়ুন: 'বেটি বাঁচাও' স্লোগানের পরও দেশের মেয়েরা জ্বলছে, বিজেপিকে ঝাঁঝালো আক্রমণ মমতার

এদিন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেন, "কলকাতা পুলিশ শেখ নূর আমিন নামে এক ব্যক্তিকে আটক করেছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের কাছে যখন সে গলিতে প্রবেশের চেষ্টা করছিল সেই সময় তাঁকে গ্রেফতার করা হয়েছে।" একই সঙ্গে তিনি জানান, ওই ব্যক্তির কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, একটি ছুরি এবং বিভিন্ন এজেন্সির বেশ কয়েকটি আইডি কার্ড পাওয়া গিয়েছে ৷ এরই পাশাপাশি ধৃতের কাছ থেকে মাদকদ্রব্য পাওয়া গিয়েছে বলেও জানা গিয়েছে। বিনীত গোয়েল বলেন, "পুলিশ স্টিকার লাগানো তাঁর একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷"

Last Updated : Jul 21, 2023, 2:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details