পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Man Killed in Kolkata: খাস কলকাতায় মদের দোকানে বচসা, ক্রেতাকে পিটিয়ে খুন - ঢাকুরিয়া

Man Beaten to Death in Kolkata: খুচরো নিয়ে বচসা, আর তার জেরে মদের ক্রেতাকে পিটিয়ে মারার ঘটনা ঘটল কলকাতার ঢাকুরিয়ায় ৷ মদ বিক্রেতার বিরুদ্ধে ওই ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে ৷

ETV Bharat
মৃত ব্যক্তি

By

Published : Jul 30, 2023, 5:43 PM IST

Updated : Jul 30, 2023, 7:05 PM IST

মদের দোকানে বচসার জেরে পিটিয়ে খুন

কলকাতা, 30 জুলাই: মদ কেনা নিয়ে বচসা ৷ আর তার জেরে দিনের আলোয় সকলের চোখের সামনে পিটিয়ে মারা হল এক ব্যক্তিকে ৷ মৃত ব্যক্তির নাম সুশান্ত মণ্ডল ৷ রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে ঢাকুরিয়ার এক মদের দোকানে ৷ এক ক্রেতার সঙ্গে ঝামেলার জেরে মদের দোকানের বিক্রেতাই তাঁকে পিটিয়ে মারে বলে অভিযোগ ৷

অভিযোগ, দোকান থেকে বেরিয়ে ওই ব্যক্তিকে বেধড়ক মারধর করে মদের দোকানের ওই কর্মী । এরপর আশঙ্কাজনক অবস্থায় ওই ক্রেতাকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা । ঢাকুরিয়া ব্রিজের ঠিক কাছে একটি মদের দোকানে এই ঘটনা ঘটে । জানাজানি হতেই, ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা । এরপর এলাকার উত্তেজিত জনতা ওই মদের দোকানের শাটার ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন । দোকানের বাইরের অংশে ভাঙচুর চালানো হয় ৷ ঘটনাস্থলে যায় গরিয়াহাট থানার পুলিশ । পরে সেখানে যায় রবীন্দ্র সরোবর এবং যাদবপুর থানার পুলিশও ।

পুলিশকে ঘিরে ধরেও এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন । এলাকারবাসীর অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে দেরি করে আসে এবং অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করে ৷ বিক্ষোভকারীদের দাবি, ওই ব্যক্তিকে পিটিয়ে মারার পর অভিযুক্ত ব্যক্তি মদের দোকানেই লুকিয়ে গা ঢাকা দিয়েছে ৷ এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজও পাওয়া গিয়েছে ৷ যদিও সেটির সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

আরও পড়ুন:কোচিতে 5 বছরের শিশুকে অপহরণ, ধর্ষণ করে খুন, বস্তাবন্দি দেহ!

ঘটনাকে কেন্দ্র করে এদিন ব্যপক উত্তেজনা ছড়ায় ঢাকুরিয়া এলাকায় ৷ পুলিশ এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলতে গেলে তাঁরা রাস্তায় বসে পথ অবরোধ করেন ৷ কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারীকরা ঘটনাস্থলে গিয়েছেন ৷ পুলিশ সূত্রের খবর, এদিন বিকেল নাগাদ এলাকার এক ব্যক্তি ঢাকুরিয়া ব্রিজের নিচে ওই মদের দোকানে মদ কিনতে যান । প্রথমে খুচরা নিয়ে ঝামেলা হয়, এরপর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে মদ বিক্রেতাদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন ওই ব্যক্তি । এরপরেই দোকান থেকে বেরিয়ে এক কর্মী ওই ক্রেতাকে রাস্তায় ফেলে পরপর মাথায় এবং বুকে মারতে থাকে । এরপরেই এলাকার বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । এলাকায় বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে ৷

Last Updated : Jul 30, 2023, 7:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details