কলকাতা , 11 মার্চ : রাজ্য কৃষিজাত পণ্য যাতায়াত নিয়ে অভিনব পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । আজ বুধবার নবান্নে তিনি ঘোষণা করলেন, "আগামী 1 এপ্রিল থেকে মাছ বা সবজি গাড়ির জন্য আর কোনও চেক পোস্ট থাকবে না । 109টি চেক পোস্টের প্রতিটিই মুক্ত থাকবে । ফলে চেকপোস্টে দাঁড়িয়ে কৃষিজাত পণ্য আর নষ্ট হবে না ।''
1 এপ্রিল থেকে তুলে দেওয়া হচ্ছে 109টি চেকপোস্ট : মুখ্যমন্ত্রী - Kolkata
আজ বুধবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় জানান এবার থেকে চেকপোস্ট মুক্ত থাকছে । তাই এরপর থেকে চেকপোস্টে দাঁড়িয়ে থাকা কোনও কৃষিজাত পণ্য বা মাছ নষ্ট হবে না ।
কৃষিজাত পণ্যবাহী গাড়ি চেকপোস্টে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকার ফলে নষ্ট হচ্ছে মাছ-সবজি সহ অন্যান্য সামগ্রী । দীর্ঘদিন ধরে এই অভিযোগ আসতে শুরু করেছে নবান্নে । এবারে এই সমস্যার সমাধান করতে উদ্যোগী হলেন স্বয়ং মুখ্যমন্ত্রী । আজ বুধবার নবান্নে মুখ্যমন্ত্রীর ঘোষণা করেন, রাজ্যের সমস্ত চেকপোস্ট গুলিকে তুলে দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, "কৃষকদের বিষয়টা আমরা গুরুত্ব দিয়ে দেখি । বাংলায় কৃষকদের জন্য ট্রিপল ইনকামের ব্যবস্থা করেছি । আমাদের এখানে 109 টি চেকপোস্ট রয়েছে । 22টি রেগুলারিটি কমিটি এই চেকপোস্টগুলি চালায় । এই চেকপোস্টগুলিতে ঘন্টার পর ঘন্টা পণ্যবাহী গাড়িগুলিকে দাড়িয়ে থাকতে হয় । যতক্ষণ না চেকপোস্ট পরিষ্কার হয় । সময় অনেক বেশি লাগার জন্য শস্য এবং কৃষিজাত পণ্যগুলি নষ্ট হয়ে যায় । আমরা ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে অনেক অভিযোগ পাচ্ছিলাম । যাতে আর ক্ষতি না হয় । সহজে ট্রান্সপোর্ট প্রোডাকশন নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যেতে পারে সেই জন্য আমরা একটা বড় সিদ্ধান্ত নিলাম । 1 এপ্রিল থেকে তুলে দেওয়া হচ্ছে 109টি চেকপোস্ট ।"
তবে চেকপোস্ট উঠে গেলেও কর্মরত শ্রমিকদের কাজ নিয়ে কোনও সমস্যা হবে না বলেই আশ্বাস দেন মুখ্যমন্ত্রী । এ প্রসঙ্গে তিনি বলেন, "এই চেকপোস্টকে কেন্দ্র করে 650 জন শ্রমিক কাজ করত । তাদের কারও চাকরি যাবে না । নিকটবর্তী কৃষক বাজার বা কৃষক মান্ডিতে তাঁদের কাজে বহাল করা হবে ।"