কলকাতা, 11 জানুয়ারি : CAA, NRC ও NPR নিয়ে ফের ভাবনাচিন্তা করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজভবনে মোদির সঙ্গে বৈঠক শেষে একথাই জানালেন তিনি ৷ বলেন, "তিনি অতিথি হয়ে আমার রাজ্যে এসেছেন ৷ তাও আমার মনে হয়েছে বলা উচিত ৷ তাই জানিয়ে দিয়েছি যে CAA, NPR, NRC তিনটিরই বিরোধিতা করছি আমরা ৷ তাই CAA, NRC নিয়ে আবার ভাবনাচিন্তা করুন ৷ আমরা চাই, এটা প্রত্যাহার করা হোক ৷"
তিনি আরও বলেন, "সৌজন্যবোধের খাতিরে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যখনই রাজ্যে এসেছেন সৌজন্যবোধের খাতিরে আমি দেখা করেছি ৷ দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা অন্য দেশের প্রধানমন্ত্রী আসলে তাঁদের স্বাগত জানাতে আমাদের একজন মন্ত্রী বিমানবন্দরে উপস্থিত থাকেন ৷ আজ তাই ফিরহাদ হাকিম প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে গেছিলেন ৷"
মানুষে মানুষে বৈষম্য হওয়া উচিত নয় বলেই মনে করছেন মমতা ৷ বলেন, "তিনটের বিরুদ্ধেই দেশজুড়ে আন্দোলন চলছে ৷ মানুষে মানুষে বৈষম্য হওয়া উচিত নয় ৷ কোনও মানুষই যেন দেশ থেকে বাদ না যায়, কোনও মানুষের উপর যেন কোনওরকম অত্যাচার না হয় ৷"
বৈঠক নিয়ে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছ থেকে প্রায় 38 হাজার কোটি টাকা পাওনা আছে ৷ সেই টাকা মিটিয়ে দেওয়ার জন্য মোদিকে বৈঠকে জানিয়েছেন মমতা ৷ বলেন, "কেন্দ্রীয় সরকারের তরফে আমাকে 54 হাজার কোটি টাকা শোধ করা হয়েছে ৷ তবে এখনও বিভিন্ন খাতে আমার রাজ্যের 28 হাজার কোটি টাকা পাওনা আছে ৷ বুলবুলের জন্য সাত হাজার কোটি টাকা পাওনা আছে রাজ্যের ৷ মোট 38 হাজার কোটি টাকা আমাদের প্রাপ্য, আমাদের রাজ্যের টাকা মিটিয়ে দেওয়া হয় তা নিয়ে বলেছি ৷"
বৈঠক শেষে ধর্মতলায় রানি রাসমণি রোডে ধরনা মঞ্চে যান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে গিয়ে তিনি বলেন, "আমরা CAA মানছি না ৷ বাংলার মানুষ CAA মানবে না ৷ এটা শুধু কাগজ-কলমেই থাকবে ৷"