পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আলু-পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার - প্রধানমন্ত্রীকে চিঠি মমতার

আলু, পেঁয়াজের মূল্য বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

mamata banerjee
mamata banerjee

By

Published : Nov 9, 2020, 4:15 PM IST

Updated : Nov 9, 2020, 5:54 PM IST

কলকাতা, 9 নভেম্বর : আলু-পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানালেন, "অবিলম্বে আলু-পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণ করতে হস্তক্ষেপ করুক কেন্দ্রীয় সরকার । নয়া কৃষি আইনে সমস্যায় পড়েছেন কৃষক ও সাধারণ মানুষ । কেন্দ্রীয় সরকার ব্যর্থ হলে, মূল্য নিয়ন্ত্রণে রাজ্য সরকারকে ক্ষমতা দেওয়া হোক ।"

লাগামহীনভাবে বেড়ে চলেছে আলু ও পেঁয়াজের দাম । খুচরা বাজারে বর্তমানে জ্যোতি আলু বিক্রি হচ্ছে 40 টাকা প্রতি কিলো দরে ৷ এবং চন্দ্রমুখী আলু 45 টাকা প্রতি কিলো দরে বিক্রি হচ্ছে । যা নিয়ে রীতিমতো ক্ষোভ বাড়ছে রাজ্যের সাধারণ মানুষের মধ্যে । এমনকী মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ।

আলু-পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার

আজ আলু ও পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে সরাসরি কেন্দ্রীয় সরকারকে দুষলেন মুখ্যমন্ত্রী ৷ এমনকী প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে তার উল্লেখও আছে ৷ চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, "কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইনের সুযোগ নিয়ে মজুতদারি বেড়েছে । ডাল, সবজি ভোজ্যতেল সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম বেড়ে হয়েছে আকাশছোঁয়া । কৃষি আইনের কুফল কৃষক ও সাধারণ মানুষের উপরে পড়তে শুরু করেছে । এই আইনে রাজ্যের ক্ষমতা খর্ব করে দেওয়ার কারণে কোনও প্রকার পদক্ষেপ করা সম্ভব হচ্ছে না ।" মুখ্যমন্ত্রী চিঠিতে প্রধানমন্ত্রীকে লেখেন, "কেন্দ্রীয় সরকার মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করুক না হলে রাজ্যগুলোকে এই সংক্রান্ত ক্ষমতা দেওয়া হোক‌ ।"

রাজ্য BJP-র সভাপতি দিলীপ ঘোষ হলদিয়ার সভাতে এবিষয়ে রাজ্য সরকারকেই দায়ি করেছেন । কাটমানির কারণে আলু পেঁয়াজের মূল্যবৃদ্ধি হয়েছে বলে অভিযোগ করেন তিনি ।

Last Updated : Nov 9, 2020, 5:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details